বৃহস্পতিবার ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘প্রতিবন্ধীদের সাথে নিয়ে এগিয়ে যেতে হবে’

  |   বৃহস্পতিবার, ০২ মে ২০১৯ | প্রিন্ট

‘প্রতিবন্ধীদের সাথে নিয়ে এগিয়ে যেতে হবে’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, সমাজের একটি অংশকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। তাই আমাদের প্রতিবন্ধীদের সাথে নিয়ে এগিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটি’ এর উদ্যোগে মারাকেশ ভিআইপি চুক্তি অনুসমর্থনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘ বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এই অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করতে হলে সমাজের কোনো একটি অংশকে ভুলে গেলে চলবে না। তাদেরকে পিছিয়ে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই প্রতিবন্ধীদের প্রতি সরকারের বিশেষ নজর রয়েছে।’

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩’ এবং ‘নিউরো ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট আইন, ২০১৩’ নামে দুটি আইন পাস করেছে। ইতোমধ্যে এর বিধিমালাও প্রণয়ন করা হয়েছে। তাছাড়া সবধরনের স্থাপনায় প্রতিবন্ধীদের যাতায়াতের এবং অন্যান্য সুযোগ-সুবিধা যেন থাকে তা নিশ্চিত করতেও নির্দেশনা দেয়া হয়েছে।’

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ‘প্রতিবন্ধীদের জন্য কাজ করা কোনো সহানুভূতি না। এটা সরকারের দায়িত্ব। তাদের সব অধিকার রক্ষায় সরকার সবসময় কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, ‘মানুষ হিসেবে তাদের প্রাপ্য অধিকারটা আমরা যেন দিতে পারি এবং তাদের ভেতরে যে শক্তি আছে সেটাকে আমরা যেন কাজে লাগাতে পারি, সেটাই আমাদের লক্ষ্য।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভিজুয়ালি ইম্পেয়ার্ড পিপলস সোসাইটির সভাপতি ও বার্ডোর প্রধান নির্বাহী পরিচালক মো. সাইদুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক নাজমা বেগম পপি, বেনটেকের প্রোগ্রাম ম্যানেজমেন্ট ড. হোমিয়ার মো‌বেদ‌জি প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৫৯ | বৃহস্পতিবার, ০২ মে ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com