বৃহস্পতিবার ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতুর ১৮০০ মিটার দৃশ্যমান

  |   সোমবার, ০৬ মে ২০১৯ | প্রিন্ট

পদ্মা সেতুর ১৮০০ মিটার দৃশ্যমান

শরীয়তপুরের জাজিরার নাওডোবা প্রান্তে পদ্মা সেতুর ২০ ও ২১ নম্বর পিলারের ওপর ১২তম স্প্যান বসানো হয়েছে। সোমবার (০৬ মে) দুপুর ১২টা ২০ মিনিটে স্প্যানটি বসানো হয়। এর ফলে দৃশ্যমান হলো সেতুর এক হাজার ৮০০ মিটার।

পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল কাদের মুরাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (০৩ মে) ১২তম স্প্যানটি বসানোর কথা ছিল; কিন্তু ঘূর্ণিঝড় ফণীর কারণে সে পরিকল্পনা বাতিল করে মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে ১৫০ মিটার দৈর্ঘ্যের ‘৫-এফ’ নম্বরের স্প্যানটি পরে বসানোর জন্য প্রস্তুত রাখা হয়েছিল।

আবহাওয়া ও অ্যাংকরিংসহ সবকিছু অনুকূলে থাকলে বিকেলের মধ্যেই মাঝ পদ্মায় নির্মিত ২০ ও ২১ নম্বর খুঁটির ওপর বসবে স্প্যানটি।

গত ২৩ এপ্রিল জাজিরা প্রান্তের ৩৩ ও ৩৪ নম্বর খুঁটির ওপর বসানো হয় ১১তম স্প্যান। এতে পদ্মা সেতুর মূল অবকাঠামো দৃশ্যমান হয় এক হাজার ৬৫০ মিটার। আর ২০ ও ২১ নম্বর খুঁটির ওপর স্প্যানটি বসানোর সাথে সাথে সেতুর মূল অবকাঠামো দাঁড়ালো এক হাজার ৮০০ মিটার।

সংশ্নিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন, ৪২টি খুঁটির ওপর ৪১টি স্প্যান বসানো হয়ে গেলেই ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের স্বপ্নের পদ্মা সেতুর কাজ শতভাগ সম্পন্ন হবে। ইতিমধ্যে ৪২টির মধ্যে ২৫টি খুঁটি প্রস্তুত। বাকি ১৭টি খুঁটির ওপরের অংশের কাজ চলছে। এখন পর্যন্ত মূল সেতুর কাজের অগ্রগতি ৮০ ভাগ।

Facebook Comments Box
advertisement

Posted ১৩:১০ | সোমবার, ০৬ মে ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com