মঙ্গলবার ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নাইকো দুর্নীতি মামলা খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ মে

  |   বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮ | প্রিন্ট

নাইকো দুর্নীতি মামলা খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ মে

ডেস্ক রিপোর্ট : নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের (চার্জশিট) শুনানি ১৩ মে। আজ বৃহস্পতিবার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ মাহমুদুল হাসানের আদালতে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার পক্ষে তাঁর আইনজীবী সময়ের আবেদন করলে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ বিষয়েটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

২০১৬ সালের ৩০ নভেম্বর এ মামলায় খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করে জামিন নেন। ২০১৬ সালের ১৮ জুন এ মামলাটি বিচারিক আদালতে চলবে বলে রায় দেন হাইকোর্ট।

মামলায় বলা হয়, ২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম নাইকো দুর্নীতি করেন।

পরবর্তী সময়ে, ২০০৮ সালের ৫ মে এ মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগপত্রে আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়।

প্রসঙ্গত, জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় দণ্ডিত হয়ে বিএনপি শীর্ষ নেত্রী বর্তমানে কারাগারে। একই মামলায় ১০ বছর দণ্ডিত হয়েছে বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতা তারেক রহমান; যিনি এখন লন্ডন অবস্থান করছেন। সূত্র : একুশে  টিভি

Facebook Comments Box
advertisement

Posted ১৩:১৪ | বৃহস্পতিবার, ১৯ এপ্রিল ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com