রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

জামিনে মুক্তি পেলেন শিক্ষক মাইদুল

  |   বুধবার, ৩১ অক্টোবর ২০১৮ | প্রিন্ট

জামিনে মুক্তি পেলেন শিক্ষক মাইদুল

ছাত্রলীগ নেতার করা তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক জামিনে মুক্তি পেয়েছেন। তাঁর নাম মাইদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক।

গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। ৯ অক্টোবর এই মামলায় হাইকোর্ট থেকে শিক্ষক মাইদুল জামিন পান। আদেশনামাটি ২০ দিন পর চট্টগ্রাম এসে পৌঁছায়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক প্রশান্ত কুমার বণিক প্রথম আলোকে বলেন, জামিননামাটি গত সোমবার কারাগারে এসে পৌঁছায়। পরে এটি যাচাই-বাছাই করে গতকাল দুপুরে শিক্ষক মাইদুল ইসলামকে মুক্তি দেওয়া হয়।

দুপুরে কারাফটকে শিক্ষক মাইদুলকে ফুলের মালা পরিয়ে দেন শিক্ষার্থীরা। এ সময় তাঁর স্ত্রী রোজিনা আক্তারসহ প্রায় অর্ধশত শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

মুক্তি পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে শিক্ষক মাইদুল প্রথম আলোকে বলেন, ‘পুরোপুরি আনন্দিত নই। যারা মুক্তচিন্তা করে, তারা এখনো কারাগারে। শহিদুল আলমও রয়েছেন। তিনি কারাগার থেকে মুক্তি পেলে আনন্দিত হবে।’

কোটা সংস্কার আন্দোলন নিয়ে ফেসবুকে লেখালেখি করেন মাইদুল ইসলাম। আন্দোলনকারীদের পক্ষ নিয়ে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে গত ২৩ জুলাই চট্টগ্রামের হাটহাজারী থানায় তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেন সাবেক ছাত্রলীগ নেতা ইফতেখারুল ইসলাম। বাদী ইফতেখার ক্যাম্পাস শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সভাপতি আলমগীর টিপুর অনুসারী হিসেবে পরিচিত। কোটা সংস্কারের পক্ষে লেখালেখি করায় মাইদুল ইসলামকে গত ১৪ জুলাই ছাত্রলীগের নেতা-কর্মীরা হুমকি দেন। পরদিন ১৫ জুলাই তিনি নিরাপত্তার কারণে ক্যাম্পাস ত্যাগ করেন মাইদুল। কোটা সংস্কার আন্দোলনের উসকানি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ এনে ১৭ জুলাই মাইদুলকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা।

ছাত্রলীগের হুমকির কারণে ২৩ জুলাই ক্যাম্পাস ছেড়ে নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে লিখিত আবেদন করেন মাইদুল ইসলাম। ওই দিন রাতেই তাঁর বিরুদ্ধে থানায় মামলা করে ছাত্রলীগ। ছাত্রলীগ দাবি করে, কটূক্তি করায় বিচারের জন্য মামলা হয়েছে। এরপর তিনি হাইকোর্ট থেকে জামিন নেন। মেয়াদ শেষ হওয়ায় গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান আদালত।  প্রথম আলো

Facebook Comments Box
advertisement

Posted ১৩:০৬ | বুধবার, ৩১ অক্টোবর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com