বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জনসমক্ষে নারী সাংবাদিককে ধর্ষণের আদেশ!

  |   মঙ্গলবার, ২২ এপ্রিল ২০১৪ | প্রিন্ট

russia

‘ওকে নির্মমভাবে ধর্ষণ করো’। রাশিয়ার এক রাজনীতিবিদ ভøাদিমির জিরোনোভস্কি সংবাদ সম্মেলন চলাকালে অন্তঃসত্ত্বা নারী এক সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ হয়ে দুই পুরুষ সহকারিকে এমন আদেশ দেন। এ খবর দিয়েছে বৃটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট। ঘটনাটি ঘটে রাশিয়ার দুমাতে। এছাড়াও ভøাদিমির জিরোনোভস্কি নারী সাংবাদিকদের ‘লেসবিয়ান’ ও ‘নিম্ফোমেনিয়াক’ বলে কটুক্তি করে। নারীবিদ্বেষমূলক অরুচিকর কটুক্তি করার কারণে দুমা’র এথিকস কমিশন ভøাদিমির জিরোনোভস্কি নামের ডানপন্থি ওই রাজনীতিবিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করবে।

৩ মাসের জন্য জনসমক্ষে বক্তব্য প্রদান করার ওপর নিষেধাজ্ঞা দেয়া হতে পারে তার বিরুদ্ধে। স্টেলা দুবোভিতস্কায়া নামের ওই নারী সাংবাদিককে নিয়োগকারী প্রতিষ্ঠান রাশিয়া টুডে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে। ভøাদিমির জিরোনোভস্কিকে স্টেলা তাকে প্রশ্ন করেছিলেন, রাশিয়ান পুরুষদের ইউক্রেন প্রবেশে নিষেধাজ্ঞা আরোপে দেশটির সিদ্ধান্তের প্রতিক্রিয়া হিসেবে কূটনৈতিক জবাব দেয়া উচিত কিনা। জবাবে ৬৭ বছর বয়সী জিরোনোভস্কি বলেন, ইউক্রেনের রাজনীতিবিদরা নিম্ফোমেনিয়াক। এরপর তিনি ওই রিপোর্টারকে উদ্দেশ্য করে একই কটুক্তি করেন।

অন্তঃসত্ত্বা এক নারী সাংবাদিকের উদ্দেশ্যে এমন অরুচিকর আক্রমণাত্মক কটুক্তি করা থেকে বিরত থাকার কথা বলা হলে তিনি বলেন, ‘তুমি যদি অন্তঃসত্ত্বা হও তাহলে এটা তোমার জন্য কোন জায়গা না। আমাদের দরকার স্বাস্থ্যবান মানুষ। অন্তঃসত্ত্বা মহিলাদের কাজে আসা উচিত নয়। বাসায় বসে থেকে তোমরা সন্তানের দেখাশোনা কর, বুঝতে পেরেছ।’ এরপরই তিনি তার দুই পুরুষ সহকারীকে উদ্দেশ্য করে বলেন, আমি যখন বলব তখন তোমরা তার দিকে দৌড়ে গিয়ে নির্মমভাবে ধর্ষণ করবে। যখন তাদের মধ্যে একজন স্টেলাকে স্পর্শ করা শুরু করে অন্য সংবাদকর্মীরা তাতে বাধা দেয়ার চেষ্টা করেন। ইন্টারফ্যাক্সের রিপোর্টার ইউলিয়া চাকালোভা ভøাদিমির জিরোনোভস্কিকে উদ্দেশ্য করে বলেন, তার কথাবার্তা অবমাননাকর ও অসম্মানজনক।

এর জবাবে জিরোনোভস্কি বলেন, এখানে নাক গলিয়ে তুমি কি করছ? তুমি কি লেসবিয়ান? এখান থেকে বের হয়ে যাও। জনসমক্ষে অতিরঞ্জিত মন্তব্য করার ক্ষেত্রে জিরোনোভস্কি বেশ পরিচিত। এরপর তিনি সরাসরি টিভি সাক্ষাতকারে স্টেলা দুবোভিতস্কায়ার প্রতি ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেন, আমি কিছুটা রূঢ় কথা বলেছি। এতে কেউ মনঃকষ্ট পেলে আমি দুঃখিত।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৯ | মঙ্গলবার, ২২ এপ্রিল ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com