বৃহস্পতিবার ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে নিরাপদে বাড়ি যেতে আমাদের চেষ্টার ত্রুটি নেই: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ এপ্রিল ২০২৪ | প্রিন্ট

ঈদে নিরাপদে বাড়ি যেতে আমাদের চেষ্টার ত্রুটি নেই: রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ঈদে মানুষ যেন নিরাপদে গ্রামে যেতে পারে সেই উপলক্ষে সার্বিক প্রস্ততি নিয়েছি। বিশেষ ট্রেনের ব্যবস্থা রয়েছে, আমাদের চেষ্টার কোনো ত্রুটি নেই। সবাই তো অনলাইন টিকিট পাবে না। আমাদের সীমিত আসনের মধ্যে সবাইকে নিতে পারবো না। যারা টিকিট পায়নি, তারা যেন দাঁড়িয়ে যেতে পারে সেজন্য স্টেশনে সরাসরি ২৫% টিকেটের ব্যবস্থা রেখেছি।

 

আজ  রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করছে। কালোবাজারি নেই। নিরাপত্তার জন্য সরকারের আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করছে। যাত্রীদের সহযোগিতায় বাকিটা সম্পন্ন করবো।

 

ট্রেনে যাত্রী সক্ষমতা বাড়ানোর বিষয়ে মন্ত্রী বলেন, আমরা আজও ২০০ বগি আমদানির অনুমোদন পেয়েছি। আগামী এক বছরে ৭০০/৮০০ বগি এবং ইঞ্জিন আমদানি করবো। আশা করি আগামী কয়েক বছরের মধ্যে আমরা আরও বেশি যাত্রী ও মালামাল বহন করাতে পারবো।

 

সম্প্রতি চট্টগ্রামে রেলের কেনাকাটার দুর্নীতি নিয়ে মন্ত্রী বলেন, কোনো সংস্থা চায় না তাদের মধ্যে দুর্নীতি হোক, আমরাও চাই না রেলে দুর্নীতি থাকুক। আমাদের হয়ত কেনাকাটায় কিছু অনিয়ম থাকে, সেটি কিন্ত বড় বড় জায়গায়ও হচ্ছে। আমরা এসব বিষয়ে কঠোর নজর রাখবো।

 

শিডিউল বিপর্যয় ঠেকাতে পদক্ষেপ নিয়ে মন্ত্রী বলেন, বিভিন্ন পয়েন্টে আমাদের অতিরিক্ত লোকমেটিভ থাকে। যাতে ইমার্জেন্সি কোনো সমস্যা থাকলে তা যেন দ্রুত সমাধান করা যায়। সে ক্ষেত্রে কোনো ইঞ্জিনের সমস্যা হলে যতদ্রুত সম্ভব সমাধানের জন্য অতিরিক্ত লোকমেটিভ আমরা বিভিন্ন পয়েন্টে রাখবো।

এদিকে আজ থেকে অগ্রিম টিকিটের ঈদ যাত্রা শুরু হয়েছে। গত সপ্তাহজুড়ে অনলাইনের মাধ্যমে যেসব যাত্রী ট্রেনের টিকিট কাটতে পেরেছেন তারাই কেবল আজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেছেন। এদিন সকাল থেকে বিভিন্ন গন্তব্যে শিডিউল অনুযায়ী ট্রেন চলাচল করছে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৩ | বুধবার, ০৩ এপ্রিল ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com