শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক গণমাধ্যমে কাদের মোল্লার ফাঁসি

  |   বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

international

বাংলাদেশে মুক্তিযুদ্ধে সংঘটিত মানবাধিকার বিরোধী অপরাধের বিচারে কোনো রায় কার্যকর হলো স্বাধীনতার ৪২ বছর পর। এ অপরাধে প্রথম জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হলো। বাংলাদেশেও যেমন এটি একটি ঐতিহাসিক মুহূর্ত তেমনি আন্তর্জাতিক গণমাধ্যমেও খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে।
বিবিসি
‘ইসলামপন্থি নেতাকে ঝোলালো বাংলাদেশ’ শিরোনামে খবর প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে অবশেষে ইসলামপন্থি নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি সম্পন্ন হয়েছে। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাশবিকতার জন্যে অভিযুক্ত হয়েছিলেন। মোল্লাকে মঙ্গলবার ফাঁসিতে ঝোলানোর কথা ছিল। শেষ ‍মুহূর্তে আসামিপক্ষের রায় পুনর্বিবেচনার আবেদনের কারণে তার শাস্তি বিলম্বিত হয়ে পড়ে।
টাইমস অব ইন্ডিয়া
‘১৯৭১ এর যুদ্ধাপরাধের দায়ে ইসলামি নেতার মৃত্যুদণ্ড কার্যকর করেছে বাংলাদেশে’ শিরোনামে খবর প্রকাশ করেছে ভারতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া। বলা হয়েছে, জামায়াত এ ফাঁসিকে রাজনৈতিক দুরভিসন্ধিমূলক বলে উল্লেখ করেছে এবং এর জন্যে ভয়াবহ পরিণতি বরণ রকতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। আসামিপক্ষের এক আইনজীবী জানিয়েছেন, তার মক্কেল ন্যায়বিচার পাননি।
আল জাজিরা
কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা শিরোনাম করেছে ‘বিরোধী নেতার মৃত্যুদণ্ড কার্যকর করেছে বাংলাদেশ’। তারা বলেছে,
দেশে ছোটখাট ‘গৃহযুদ্ধ’ চলছে। বিরোদী দলকে দমন করার উদ্দেশ্যে এ বিচারপ্রক্রিয়া চলছে- এমন সন্দেহের কথা উঠেছে। ফাঁসির পক্ষে বিপুল পরিমাণ বাংলাদেশির সমর্থন রয়েছে। দরিদ্র, দ্বিধাবিভক্ত জাতির বিপুল জনগোষ্ঠী ৪২ বছর আগেকার ঘটনায় আজো শিহরিত হয়।
সিএনএন
মার্কিন গণমাধ্যম সিএনএন ‘জাতিসংঘের আপত্তি সত্ত্বেও ইসলামপন্থি নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করেছে বাংলাদেশ’ এমন শিরোনামে খবরটি প্রকাশ করেছে। তারা বলেছে, বলা হয়ে থাকে, ১ থেকে ৩ মিলিয়ন মানুষ নিহত হয়েছিল নয় মাসের স্বাধীনতা যুদ্ধে। বাংলাদেশ জামায়াতে ইসলামী স্বাধীনতা সংগ্রামে বিরোধিতাকারী দল হিসেবে পরিচিত। আওয়ামী লীগ ‘১৯৭০’ ও ‘১৯৯০’ এ কোনো বিচার করেনি যখন ক্ষমতায় ছিল, এখন কেন করছে- এটা নিয়ে প্রশ্ন উঠছে।
রয়টার্স
বিখ্যাত বার্তাসংস্থা রয়টার্স কাদের মোল্লার ফাঁসির খবরটি ছেপেছে ‘ইসলামপন্থি বিরোধীদলীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করেছে বাংলাদেশ’ – এই শিরোনামে।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৭১ এ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের কারণে কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন এক সরকারি কর্মকর্তা। বিগত প্রায় এক মাস ধরে নির্বাচনের ঠিক পূর্বে ব্যাপক সংঘর্ষ চলছে দেশটিতে।
মোল্লা ছিলেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি। দলটির নিবন্ধন সরকার বাতিল করলেও বিএনপি নেতৃত্বাধীন সরকারবিরোধী আন্দোলনে দলটির মুখ্য ভূমিকা ছিল।

Facebook Comments Box
advertisement

Posted ১৯:৩১ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com