
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩ | প্রিন্ট
বিপিএলে সিলেট পর্বের শেষ দিনের খেলা মাঠে গড়াচ্ছে আজ। দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে ঢাকা ডমিনেটর্স ও ফরচুন বরিশাল। ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।
বিপিএলের লিগ টেবিলে বর্তমানে দুই নম্বর অবস্থানে আছে বরিশাল। আট ম্যাচের ছয়টিতেই জয়ের স্বাদ পেয়েছে দলটি। অন্যদিকে নয় ম্যাচ খেলে মাত্র দুইটিতে জয় ঢাকার।
ঢাকা ডমিনেটরস একাদশ :সৌম্য সরকার, উসমান গনি, মোহাম্মদ মিঠুন, অ্যালেক্স ব্লেক, নাসির হোসেন (অধিনায়ক), আরিফুল হক, মুকতার আলী, আবদুল্লাহ আল মামুন, সালমান ইরশাদ, আমির হামজা, শরিফুল ইসলাম।
ফরচুন বরিশাল একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, আনামুল হক বিজয়, সানজামুল ইসলাম, সাইফ হাসান, সৈয়দ খালেদ আহমেদ, ইফতিখার আহমেদ, ইব্রাহিম জাদরান, করিম জানাত, মোহাম্মদ ওয়াসিম।
Posted ০৮:১১ | মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain