
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
উত্তরায় শিবিরের একটি মেসে অভিযান চালিয়ে অন্তত ৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাতে উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডের ২০ নম্বর বাসায় অভিযানটি চালানো হয়। এসময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়েছে। নথিগুলোতে বিভিন্ন পুলিশ অভিযানকে টার্গেট করে হামলার চালানোর তথ্যও পাওয়া গেছে।
এ বিষয়ে আজ উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম জানান, অভিযানটি ডিবি চালিয়েছে। এজন্য থানা পুলিশের কাছে তেমন কোন তথ্য নেই।
তবে ডিবি সূত্র জানায়, ওই বাসার পঞ্চম তলার একটি ফ্ল্যাটে মেস পরিচালিত হয়। মেসের সবাই শিবিরের সদস্য। তিনটি রুমের মধ্যে একটি রুমে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়। ওই রুম থেকে তারা উগ্রবাদী বই, সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন রেজিস্টার, চাঁদা আদায়ের রশিদ, তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার গুরুত্বপূর্ণ তথ্যসহ একাধিক ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করেছে। তাদের কার্যক্রম মূলত টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে পরিচালিত হয়।
এছাড়া বেশ কিছু গ্রুপ আছে যেমন- আবাবিল, ক্লাস রুম, বদরুললীগ ইত্যাদি। এই গ্রুপগুলোতে তাদের বিভিন্ন জুম মিটিং এ অংশগ্রহণের তথ্য, নেতাদের বক্তব্য, কার্যকরী কমিটির সদস্যদের তালিকা রয়েছে। তাদের টেলিগ্রাম গ্রুপগুলি বিশ্লেষণ করে দেখা গেছে- ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে নিয়ে বিভিন্ন আক্রোশমূলক কথা ছড়ানো হয়েছে। বিপ্লব কুমার সরকার ছাড়াও কিছু পুলিশ অফিসারের প্রতি তাদের প্রচন্ড আক্রোশ এবং টার্গেট করে হামলা চালানোর পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে।
Posted ১৬:৫৬ | শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain