
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট : সাত বছর আগে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল একটু অন্যভাবে আলোচনায় এসেছিলেন। বাংলা বর্ষবরণের অনুষ্ঠানে র্যাব সদর দপ্তরে পালকিতে চড়েছিলেন তিনি। সে ঘটনার ছবি ব্যাপক ভাইরাল হয়েছিল। আলোচনা-সমালোচনাও ছিল।
শুধু আসাদুজ্জামান খান কামাল নন, পুলিশের তৎকালীন মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী ও র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদও সোনালি রঙের সেই পালকিতে চড়েছিলেন। ২০১৮ সালের এপ্রিলের ওই দিনটিতে তাদের তিনজনকে পালকিতে চড়িয়ে গান গাইতে গাইতে মঞ্চে নিয়ে যান একদল লোক। যেটিকে বর্বরতা বলেও আখ্যা দিয়েছিলেন অনেকে।
গেল বছরের আগস্টে ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালান স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে ও পরে আওয়ামী লীগের অনেক নেতা ও মন্ত্রী-সাংসদরা দেশ ছেড়ে পালান। যাদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও রয়েছেন। এক সময়ের দাপুটে এই মন্ত্রী এখন পলাতক। গণমাধ্যমের খবর বলছে, তিনি রয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে।
আওয়ামী লীগ আমলের বহু গুম-খুনের মদদদাতা হিসেবে বহুল সমালোচিত সাবেক এই স্বরাষ্ট্রমন্ত্রীকে গেল বছরের সেপ্টেম্বরে কলকাতার ইকো পার্কে দেখা গিয়েছিল বলে একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছিল।
Posted ১৬:১৯ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain