
| বৃহস্পতিবার, ২০ মার্চ ২০১৪ | প্রিন্ট
চৌগাছা সংবাদদাতা : যশোরের চৌগাছায় এক জীবন্ত নবজতককে কুড়িয়ে পেয়েছে এক খড়ি কুড়ানি। পরে তাকে চৌগাছা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। জানগেছে চৌগাছা বিশ্বাসপাড়ার নওশারের স্ত্রী নাহার বানু বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের পাশে মেহেদীর কলা বাগানে কলার শুকনা ডাগো (কলার বাসনা) কাটতে যায়। এসময় শিশুর কান্না শুনতে পেয়ে এদিক ওদিক চেয়ে দেখতে থাকে।
পরে হাসপাতালের প্রাচীরের পাশে একটি থলের মধ্যে ছেলে শিশুটিকে দেখতে পায়। নাহার শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডাক্তার আব্দুর রাজ্জাক নবজাতকটিকে শিশু ওয়াডে ভর্তি করে। এ খবর জানাজানি হলে শত শত লোক শিশুটিকে একনজর দেখার জন্য হাসপাতালে ভিড় জামাতে থাকে। এবং নবজাতকটি হয়তো কোন কুমারী মাতার পাপের ফসল বলে আগতারা মন্তব্য করাতে থাকে। এসংবাদ লেখা পর্যন্ত শিশুটি কোন বৈধ অভিভাবক পাওয়া যায়নি। তবে ডাক্তার আব্দুর রাজ্জাক জানিয়েছেন নবজাতকটির নাড়ি কাটা থাকায় মনে হচ্ছে তার বয়স তিন চারদিন হতে পারে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।
Posted ১৫:৪৪ | বৃহস্পতিবার, ২০ মার্চ ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin