শিশুদের উপযোগী করে সাজানো হচ্ছে ইউটিউব। ভিডিও শেয়ারিংয়ের এ জনপ্রিয় ওয়েবসাইটটি শুধু ১০ বছর বা তা কম বয়সী শিশুদের জন্য একটি আলাদা সাইট নিয়ে আসছে বলে জানা গেছে।
এই সাইটে সেসব ভিডিও ও মন্তব্যগুলোই শুধু দেখা যাবে যেগুলো শিশুদের জন্য উপযোগী। গুগলের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকটি সূত্র থেকে এমন তথ্য পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল।
গুগল নাকি ইতোমধ্যে ভিডিও নির্মাতাদের সঙ্গে যোগাযোগ শুরু করে দিয়েছে। তাদের শিশুদের উপযোগী ভিডিও নির্মাণের জন্য বলা হচ্ছে। আর এসব ভিডিও শুধু ওই বিশেষ সাইটটিতেই দেখা যাবে।
উল্লেখ্য, ব্রিটেনে এখন ৯ থেকে ১১ বছর বয়সী শিশুদের দুই তৃতীয়াংশই মোবাইল ফোন ব্যবহার করে। তারা মোবাইল সেটে কোন ধরনের জিনিস দেখবে সেগুলো নিয়ন্ত্রণ করা আসলেই খুব কঠিন কাজ। একারণে অভিভাবকরাও এমন ওয়েবসাইট অনেক দিন ধরেই চাচ্ছেন।
অবশ্য বর্তমানে ইউটিউব অভিভাবকদের জন্য একটি সুবিধা রেখেছে। এর ‘সেফটি মুড’ ফিচারটি চালু থাকলে আপত্তিকর অডিও, ভিডিওসহ নানা ধরনের কনটেন্ট ফিল্টার করা যায়।