সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সমর্থন আদায় করতেই প্রধানমন্ত্রীর বিদেশ সফর

  |   শুক্রবার, ০৬ জুন ২০১৪ | প্রিন্ট

65465_74555

ঢাকা, ৬ জুন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধভাবে পাঁচ বছর ক্ষমতায় থাকতেই বিভিন্ন দেশের সমর্থন আদায়ে বিদেশ যাচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বিদেশিদের সমর্থন আদায় করতে পারলেও দেশের জনগণের সমর্থন আদায় করতে পারবে না। কারণ এ সরকারের ওপর দেশের জনগণের সমর্থন নেই।

শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটি আয়োজিত বাংলাদেশী জাতীয়তাবাদী সংস্কৃতিক ও শহীদ জিয়া শীর্ষক আলোচনা ও ‘জিসাস নতুন তারা পদক-২০১৪’ বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা আলমগীর বলেন, জোর করে ক্ষমতায় থেকে এ অবৈধ সরকার অবৈধ বাজেট পেশ করেছে। এ বাজেটের কোনো ভিত্তি নেই।

‘বিএনপিকে বিলুপ্ত করা হবে’ আওয়ামী লীগ নেতা হানিফ এমন বক্তব্যের দৃষ্টি আকর্ষণ করলে মির্জা আলমগীর বলেন, স্বাধীন দেশের একটি গণতান্ত্রিক দলকে তারা বিলুপ্ত করতে চায়। তার মানে তাদের মুখোশ খুলে গেছে। তারা কি করতে চায়, জনগণ বুঝে গেছে। তারা দেশের গণতন্ত্র বিশ্বাস করে না বলেই এ কাজ করতে চায়।

একটি প্রতিষ্ঠিত দলকে বিলুপ্ত করা সহজ নয় বলেও মন্তব্য করেন মির্জা আলমগীর।

তিনি বলেন, দেশে অবৈধ সরকারের বাজেট নিয়ে আমি কিছু বলতে চাই না। বৃহস্পতিবার এ বিষয়ে বলেছি, আর বলবো না।

শিশুদের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের নাম পাঠ্যবই থেকে মুছে ফেলা হয়েছে। তোমরা বুঝে নিবে এদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। জিয়াউর রহমান তোমাদের মেধা বিকাশের জন্য শিশুপার্ক ও শিশু একাডেমি করেছেন। এখন অনেকেই বড় বড় কথা বলেন তা সঠিক নয়।

তিনি বলেন, বর্তমান দেশের যে অবস্থা এখানে বড় বড় মানুষ নিরাপত্তায় চলাফেরা করতে পারছেন না। এ সরকারের আমলে তোমাদের নিয়ে তোমাদের বাবা-মা সব সময় আতঙ্কে থাকছেন।

জিসাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল হাসেম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর বিএনপির সচিব আবদুস সালাম, মুক্তিযোদ্ধা শাহ আলম প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৮:০৩ | শুক্রবার, ০৬ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com