বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন

  |   রবিবার, ০২ ডিসেম্বর ২০১৮ | প্রিন্ট

রাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানববন্ধন

 

এস.এম.আল-আমিন, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাধারণ শিক্ষার্থী, প্রগতিশীল ছাত্রজোট ও সাংবাদিকদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে মানবন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ও প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। মানবন্ধনে বক্তারা প্রক্টরের পদত্যাগ ও জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের বহিষ্কারের দাবী জানায়।

রবিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে দফায় দফায় এই মানবন্ধন কর্মসূচী পালিত হয়। শনিবার বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে জাজ মাল্টিমিডিয়ার ছবি দহন প্রদর্শনীকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থী, প্রগতিশীল ছাত্রজোট ও সাংবাদিকের উপর হামলা করে। এই ঘটনায় ছাত্রলীগের নেতাকর্মীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ ঘটনায় রাবি সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আব্দুল মজিদ অন্তর বলেন, বিশ্ববিদ্যায়ের মতো জায়গায় বাণিজ্যিক সিনেমার আবির্ভাব ঘটিয়ে প্রশাসন বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক সাংস্কৃতিক চর্চা বাধাগ্রস্থ করছে। ছাত্রলীগ ও প্রশাসন কখনোই সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ছিলোনা বরং সাধারণ শিক্ষার্থীদের অধিকারে সবসময়ই বাধা প্রদান করে এক নায়কতন্ত্র কায়েম করেছে বিশ্ববিদ্যালয়ে। প্রশাসনের কাছে এ ঘটনার বিচার আশা করেও লাভ নাই, তবুও এই ঘটনার দ্রুত বিচার কামনা করছি।

প্রক্টরের উৎসাহে ছাত্রলীগ এ হামলা চালিয়েছে জানিয়ে রাবি সংসদ ছাত্র ইউনিয়নের সভাপতি এএম শাকিল হোসেন তার বক্তব্যে বলেন, বর্তমান প্রক্টর লুতফর রহমান সাধারণ শিক্ষার্থীদের জন্য হুমকি। প্রক্টর নিজে ছাত্রলীগের দ্বারা এ হামলা চালিয়েছে। এই সিনেমা প্রদর্শন বন্ধ করতে হবে, প্রক্ট্ররের পদত্যাগ করতে হবে, এবং জড়িত ছাত্রলীগের নেতাকর্মীদের বহিষ্কার করতে হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১১:০৬ | রবিবার, ০২ ডিসেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com