বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মোরেলগঞ্জে বিভিন্ন সড়কে স্থাপিত সৌর লাইট ষ্টান্ডগুলোতে দুই মাসের ব্যবধানে মরিচিকা

  |   সোমবার, ২৬ নভেম্বর ২০১৮ | প্রিন্ট

মোরেলগঞ্জে বিভিন্ন সড়কে স্থাপিত সৌর লাইট ষ্টান্ডগুলোতে দুই মাসের ব্যবধানে মরিচিকা

 

মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলায় বিভিন্ন ইউনিয়নের রাস্তায় সৌর শক্তির লাইট স্টান্ড স্থাপনের দুই মাসের মধ্যে মরিচিকা ধরেছে। জি,আই পাতের পরিবর্তে কম মূল্যে এসএস পাইপ দিয়ে তৈরী করা নিন্মমানের স্টান্ড স্থাপনের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। যা দেখে মনে হবে এগুলো অনেক দিন পূর্বে স্থাপন করা হয়েছে।

সরকার ২০১৫-১৬ অর্থ বছর থেকে ত্রান ও দুর্যোগ মন্ত্রনালয়ের অধীনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্বাবধানে চেয়ারম্যানদের সমন্ময় স্থান নির্ধারণ পূর্বক ব্রীজ বাংলাদেশ সোলার নামের একটি প্রতিষ্ঠান মোরেলগঞ্জ উপজেলায় ২০১৮-১৯ অর্থ বছরে কাজ করছে। প্রতিটি লাইটের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ করা হয়েছে ৫৬ হাজার ৪’শ ৯০ টাকা। ব্রীজ বাংলাদেশ সোলার ইতোমধ্যে বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও জনবহুল জায়গায় ষ্টিক লাইট স্থাপনের কাজ শুরু করেছে।

খাউলিয়া ব্রীজ সংলগ্ন লাইটটি গত ২ মাস পূর্বে স্থাপন করা হয়েছে কিন্তু এরই মধ্যে তা মরিচিকা ধরে নষ্ট হওয়া শুরু করেছে। একই অবস্থা দেখাগেছে বারইখালী ইউনিয়নের চৌধুরী কাছাড়িবাড়ি ঢালাই ব্রীজ সংলগ্ন লাইটটি, দৈবজ্ঞহাটী ইউনিয়নের জোকা রাস্তার মাথার লাইটি। অপরদিকে বনগ্রাম ইউপি চেয়ারম্যান জানান, তার ইউনিয়নের বনগ্রাম বাজারের মাছের বাজার সংলগ্ন ষ্টিক লাইটটি মাস খানেক আগে বসানো হয়েছে কিন্তু সেটিও মরিচিকায় ধরেছে। বিষয়টি তিনি কর্তৃপক্ষকে অবহিত করবেন বলে জানান।

এ ব্যাপারে ব্রীজ বাংলাদেশ সোলার নামের প্রতিষ্ঠানের রিজিওন্যাল ম্যানেজার মো. হাফিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ওটা পরে দেখা যাবে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. নাসির উদ্দিন বলেন আমার জানা নেই তবে বিষয়টি খোজনিয়ে দেখতেছি।

Facebook Comments Box
advertisement

Posted ২০:৫৮ | সোমবার, ২৬ নভেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com