বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বার্মিংহামের কমিউনিটির নেতৃবৃন্দের সাথে সিলেটের জামিয়া দারুল ফালাহ মাদ্রাসার মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

বার্মিংহামের কমিউনিটির নেতৃবৃন্দের সাথে সিলেটের জামিয়া দারুল ফালাহ মাদ্রাসার মতবিনিময় সভা অনুষ্ঠিত

বার্মিংহামে : বার্মিংহামে সিলেটের জামিয়া দারুল ফালাহ মাদ্রাসার একটি পূর্ণাঙ্গ ইসলামী বিশ্ববিদ্যালয় হিসাবে রূপান্তরের লক্ষ্যে স্থানীয় কমিউনিটি সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । ইসলামী শিক্ষা ও জাতীয় শিক্ষা কারিকুলামের সমন্বয়ে পরিচালিত জামিয়া দারুল ফালাহ ২০১৬ সালে প্রতিষ্ঠা লাভ করে সিলেট শহরে। সময়ের চাহিদা পূরণে ধাপে ধাপে এই প্রতিষ্ঠান অদূর ভবিষ্যতে একটি পূর্ণাঙ্গ ইসলামী বিশ্ববিদ্যালয় হিসাবে রূপান্তরের লক্ষ্যপাণে এগিয়ে যাচ্ছে।

মাদ্রাসার জন্য স্থায়ী ভূমি ক্রয় সম্পন্ন করতে প্রায় ৩ কোটি টাকাসহ জামিয়া দারুল ফালাহ এর র্দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী প্রজেক্ট বাস্তবায়ন প্রায় ৩৬ কোটি টাকা প্রয়োজন। বিশাল এ অর্থ যোগানে প্রবাসীদের সাথে মতবিনিময় করে চলেছেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা হাফিজ শিব্বির আহমদ । এ উপলক্ষ্যে বার্মিংহামের স্থানীয় একটি রেস্টুরেন্টে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

আব্দুল মালিক পারভেজের সভাপতিত্বে ও খসরু খানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ মারুফ। অনুষ্ঠোনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- আব্দুল লতিফ জেপি, কামরুল হাসান চুনু, তাফাজ্জাল হোসেন চৌধুরী, ফয়েজ উদ্দিন এমবিই, মাওলানা আব্দুল আউয়াল, ফারুক চৌধুরী, মুফতি তাজুল ইসলাম, আব্দুল মুকিত আজাদ, এনামুল হাসান সাবির, ব্যারিস্টার আখতার চৌধুরী, কয়ছর আহমদ, বদরুল হক চৌধুরী, আব্দুন নূর মোহন সহ আরো অনেকে ।

অনুষ্ঠানে উপস্থিত সুধীদের উদ্দেশ্যে প্রজেক্ট বিষয়ক বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ। উপস্থিত সুধীরা প্রজেক্ট এর  সুবিন্যস্ত উপস্থাপনার প্রশংসার পাশাপাশি একাডেমিক ভবন, মসজিদসহ বহুমুখী কর্মসূচীর একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স হিসেবে দারূল ফালাহ এর সফলতা কামনা করেন এবং এ সময় অনেকেই ভূমিদাতা হিসেবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন ।

Facebook Comments Box
advertisement

Posted ১৭:০৬ | বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com