সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে আর কখনো ৭৫’র পুনরাবৃত্তি হবে না – ব্যাঃ রফিকুল

  |   রবিবার, ০৮ জুন ২০১৪ | প্রিন্ট

rafiqul-islam-mia

৮জুন : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, দেশে যে অস্থিরতা চলছে, গুম-অপহরণের ঘটনা ঘটছে এসব থেকে রক্ষা পেতে সব দলের অংশগ্রহণ মূলক একটি নির্বাচন জরুরি প্রয়োজন। তিনি বলেন, এটা না হলে গুম-অপহরণ-খুনের ভয়াবহ পরিস্থিতি থেকে রক্ষা পাওয়া যাবে না।

রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরামের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি শুরুর আগে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

রফিকুল ইসলাম মিয়া বলেন, দেশে আর কখনো ৭৫’র পুনরাবৃত্তি হবে না। দেশে সব দলের অংশগ্রহণে নির্বাচন না দেয়ার কারণে যদি আবারো ৭৫’র মতো পরিস্থিতির সৃষ্টি হয় তবে তার দায়ভার আওয়ামী লীগকেই নিতে হবে।

তিনি বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় এসে একদলীয় শাসনের অবসান ঘটিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। কিন্তু আজ দেখা যাচ্ছে-সরকার গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসনের পথে এগুচ্ছে।

২০১৪-১৫ এর বাজেট সম্পর্কে তিনি বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন, তিনি একটা বিরাট বাজেট দিয়েছেন। বাজেট সফল করতে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণও চেয়েছেন। আমি প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর উদ্দেশে বলতে চাই, সফলতা তখনই আসবে যখন সব রাজনৈতক দল স্বাধীনভাবে নির্বাচনে অংশ নিতে পারবে।’
অনতিবিলম্বে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান তিনি।

স্বাধীনতা ফোরম সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪২ | রবিবার, ০৮ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com