শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

তারেক রহমানের ৮ম কারাবন্দী দিবস : ‘তারেক রহমান রাজনীতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন’ – মির্জা ফখরুল ইসলাম আলমগীর

  |   বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০১৪ | প্রিন্ট

Mirza Alamgir- kara mokti

ঢাকা, ৬ মার্চ :  বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান দেশের রাজনীতিতে বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করেছিলেন। এজন্যই তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। সব ষড়যন্ত্র মোকাবেলা করে তারেক রহমান দেশে ফিরে আসবেন ।

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারাবন্দী দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনাসভার আয়োজন করে বাংলাদেশ ছাত্র  ফোরাম ও উত্তরাঞ্চল ছাত্র ফোরাম।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ বিপন্ন।  আওয়ামী লীগ অস্ত্রের জোরে রাষ্ট্রমতা দখল করেছে । গণতন্ত্রের ওপর বাকশাল চেপে বসেছে। প্রতিরোধ গড়ে তুলতে না পারলে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করতে পারব না।

দলীয় নেতাকর্মীদের প্রস্তুত হবার আহবান জানিয়েছে তিনি বলেন, দেশ ইতিহাসের ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশকে ফ্যাসিবাদের রাষ্ট্রে পরিণত করে স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে ফেলেছে সরকার। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।

মির্জা আলমগীর বলেন, দেশের বিভিন্ন স্থানে এখন লাশ পড়ে থাকছে। ৭৫-এ যেভাবে হাজার হাজার যুবকদের হত্যা করা হয়েছিল, বর্তমানেও ওই সময়ের পুনরাবৃত্তি ঘটছে। গত তিন মাসেই ৬১ জনকে গুম করা হয়েছে। যার মধ্যে শুধু ঢাকায় গুম হয়েছে ২২ জন।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)  চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিয়াস করিম, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, চেয়ারপারসনের বিশেষ সহকারি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, মানবাধিকার সম্পাদক নাসির উদ্দিন অসিম, তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল, বিশিষ্ট চলচ্চিত্রকার গাজী মাযহারুল আনোয়ার, চিত্রনায়ক ও চলচ্চিত্র নির্মাতা হেলাল খান, কন্ঠশিল্পী রিজিয়া পারভীন প্রমূখ।

Facebook Comments Box
advertisement

Posted ১৭:০০ | বৃহস্পতিবার, ০৬ মার্চ ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com