সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ড. কামালকে আমরা ব্যর্থ লোকই মনে করি – অর্থমন্ত্রী

  |   রবিবার, ০৮ জুন ২০১৪ | প্রিন্ট

mohit-kamal

৮জুন : গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনকে ব্যর্থ লোক আখ্যায়িত করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, তার কথার কোনো মূল্য নেই। উনি একজন ব্যর্থ লোক।

শনিবার নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে ‘মানসিকভাবে অসুস্থ’ হিসেবে চিহ্নিত করে তার সুস্থতায় দেশবাসীর দোয়া কামনা করেন ড. কামাল হোসেন।

রোববার দুপুরে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও ঢাকা টোব্যাকোর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন অর্থমন্ত্রী। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অর্থমন্ত্রী বলেন, ‘১৯৯৩ সালে ড. কামালের অনুরোধে প্রেসিডিয়াম সদস্য হিসেবে তার দল গণফোরামে যোগ দিয়েছিলাম। এরপর ১৯৯৪ সালে পদত্যাগ করে চলে আসি। কিন্তু আমি গণফোরামের সাধারণ সম্পাদক ছিলাম না।’

মুহিত ড. কামাল সম্পর্কে আরো বলেন, ‘আওয়ামী লীগের বা রাজনৈতিক লোক না হওয়া সত্ত্বেও বঙ্গবন্ধু তাকে অল্প বয়সে পররাষ্ট্রমন্ত্রী করে যে সুযোগ দিয়েছিলেন, তিনি তা কাজে লাগাতে পারেননি। তার মানে তিনি সফল হতে পারেননি। তাকে আমরা ব্যর্থ লোকই মনে করি।’

অর্থমন্ত্রীকে ‘সার্কাসের ক্লাউন’ হিসেবে মন্তব্য করে শনিবারের ওই আলোচনায় ড. কামাল হোসেন আরো বলেছিলেন, ‘বেসিক ব্যাংক ও হল-মার্ক কেলেঙ্কারিতে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেল। অথচ এই টাকা কিছুই না বলে তিনি (অর্থমন্ত্রী) হি হি করে হাসেন। তিনি একসময় আমার দলের সাধারণ সম্পাদক ছিলেন। আমার দলে থেকে তিনি যদি এসব কথা বলতেন তাহলে আমি তাকে বহিষ্কার করতাম।’

Facebook Comments Box
advertisement

Posted ১২:৩৫ | রবিবার, ০৮ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com