সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জিয়া সম্পর্কে মন্তব্য করার যোগ্য আপনারা নন: নজরুল

  |   রবিবার, ০৮ জুন ২০১৪ | প্রিন্ট

nazrul islam khan

৮ জুন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘জিয়াউর রহমান গণতন্ত্রকে হত্যা করেননি বরং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন। আর আওয়ামী লীগের নেতা শেখ মুজিব গণতন্ত্রকে হত্যা করে বাকশাল করেছিলেন। শহীদ জিয়া সম্পর্কে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কটুক্তি করে থাকেন। আপনাদের বলতে চাই, শহীদ জিয়া সম্পর্কে মন্তব্য করার যোগ্য আপনারা নন।’

রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “জিয়াউর রহমানের বিরুদ্ধে কেউ দুর্নীতির অভিযোগ করতে পারেনি। তিনি জাতির ক্লান্তিকালে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। শুধু ঘোষণা দেননি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন। এটা বড়ই দুর্ভাগ্য স্বাধীনতা ঘোষণা নিয়ে নানা কথা হচ্ছে।”

সৈয়দ আশরাফকে উদ্দেশে নজরুল ইসলাম খাঁন বলেন, “অবৈধভাবে সরকার উৎখাতের উদ্দেশ্য বিএনপির নেই। বরং বর্তমান সরকার অবৈধ পথে ক্ষমতায় এসেছে। ক্ষমতায় থাকতে আপনারা নানা অকৌশল অবলম্বন করছেন, যা দেশের জনগণ বুঝে গেছে।”

এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ অতীতেও অবৈধ সরকারকে সমর্থন করেছে। এরশাদ ক্ষমতা দখল করার পর তারা বলেছিল ‘উই আর নট আন-হ্যাপি’। বিএনপি অবৈধভাবে ক্ষমতায় আসেও নাই, অবৈধভাবে সরকারকে উৎখাত করার আগ্রহও বিএনপির নাই।’

বিএনপির এই নেতা বলেন, “সরকার জানে তারা সঠিকভাবে ক্ষমতায় আসেনি। তাই আবোল তাবোল কথা বলছেন। বিভিন্ন উসকানিমূলক কথা বলছে। তাই আমি বলব, যত কথাই বলেন জনগণ জেগে উঠলে সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হবেন।”

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আমরা বৈধভাবে এবং সংগত কারণেই এ সরকারের পতন চাই।’

জাগপা সভাপতি শফিউল আলম প্রধান শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘জিয়া হত্যার সন্দেহের তীর আপনার দিকে। কারণ জিয়া যেদিন নিহত হন সেদিন আপনি বোরখা পড়ে পালিয়েছিলে। আপনি সেদিন ভয় পেয়েছিলেন কেন?’

শেখ হাসিনাকে উদ্দেশ করে অন্য বক্তরা এ সময় বলেন, ‘গণতন্ত্র ছিনিয়ে নিলে শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না। আপনার দলও ক্ষতিগ্রস্ত হবে। গণতন্ত্র বিপন্ন হলে আপনার দলও বিপন্ন হবে।’

তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুব দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাম, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্য নেতাকর্মীরা।

Facebook Comments Box
advertisement

Posted ১৯:২৭ | রবিবার, ০৮ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com