সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জনবিরোধী সরকারের বাজেট দেওয়ার অধিকার নেই – ফখরুল

  |   বৃহস্পতিবার, ০৫ জুন ২০১৪ | প্রিন্ট

Fokrul islam

৫ জুন:  ‘এ সরকার জনগণের প্রতিনিধিত্বশীল সরকার নয়। এটি অবৈধ সাংসদদের অবৈধ সংসদ। সরকারও অবৈধ। বাজেট দেওয়ার কোনো অধিকার তাদের নেই। একমাত্র জনগণের ভোটে নির্বাচিত সরকারই বাজেট দেওয়ার অধিকার রাখে।’

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে দলের প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংসদে শামীম ওসমানের পরিবারের পক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘সংসদে স্বঘোষিত প্রধানমন্ত্রী শামীম ওসমানের পরিবারের পক্ষে গুণকীর্তন করেছেন। অথচ নারায়ণগঞ্জের মাটি ও মানুষ জানে, তারা (শামীম ওসমানের পরিবার) সন্ত্রাসীদের গডফাদার। তারা সেখানকার ক্ষমতা কুক্ষিতগত করে রাখতে চায়।’

বিএনপির এ জ্যেষ্ঠ নেতা অভিযোগ করেন, ‘যারা চুরি, দুর্নীতি, খুন ও গুমের সঙ্গে জড়িত তারা প্রধানমন্ত্রীর প্রশ্রয় পায়। এর আগে পদ্মা সেতু দুর্নীতিতে আবুল হোসেনের নাম আসলেও তাকে দেশপ্রেমিক হিসেবে অভিহিত করা হয়েছিল। মূলত তাদের নিয়েই প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকতে চান।’

আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন, ‘অবলীলায় সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলা আওয়ামী লীগের চিরায়ত অভ্যাস। ক্ষমতায় গিয়েই স্বৈরতান্ত্রিক উপায়ে দেশ পরিচালনা করা তাদের পুরোনো স্বভাব।’

এ সময় তিনি অভিযোগ করেন, নির্বাচন পরবর্তী চার মাসে বিএনপির ৩১০ নেতা-কর্মী খুন এবং ৩২ জন গুম হয়েছেন। গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীদের জেগে ওঠার আহ্বান জানান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আন্দোলন ছাড়া দাবি আদায়ের বিকল্প পথ খোলা নেই।’

ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভুইয়া জুয়েলের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামা দুদু, প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান,  যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক  হাবিব উন নবী খান সোহেল, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ।

এর আগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রদর্শনীতে জিয়াউর রহমানের কর্মময় জীবনের ১৭০টি ছবি স্থান পায়।

এ ছাড়া জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর ‘জিয়াউর রহমান ও বাংলাদেশ’ শীর্ষক একটি ভিডিওচিত্র উপস্থাপন করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৯ | বৃহস্পতিবার, ০৫ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com