বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গুলিস্তানে বিস্ফোরণ : যা বললেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩ | প্রিন্ট

গুলিস্তানে বিস্ফোরণ : যা বললেন মির্জা ফখরুল

গুলিস্তানের ভবনে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার এক শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সারাদেশে একের পর এক বিস্ফোরণের ঘটনা রহস্যজনক। বিএনপি মহাসচিব নিহতদের রুহের মাখফিরাত কামনা এবং আহতদের আশু সুস্থতা কামনা করেন। তিনি অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মঙ্গলবার বিকেলে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো অন্তত ১০০ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে গত রোববার ঢাকার সায়েন্সল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণে তিনজন নিহত হয়। তার আগে গত শনিবার চট্টগ্রামের সীতাকুন্ডে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণ ও আগুন লেগে এ পর্যন্ত সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। গত কয়েকদিনে অগ্নিকান্ডের ঘটনায় ২৫ জনের অধিক লোক মৃত্যুবরণ করেছে। এসব বিস্ফোরণের ঘটনা ও বহু হতাহতের ঘটনায় দেশবাসীর মতো গভীরভাবে শোকাহত বলে জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, যখনই সরকারবিরোধী আন্দোলন একটি যৌক্তিক পরিণতির দিকে ধাবিত হয়। ঠিক সেই মুহূর্তেই সরকারি মহল পরিকল্পিতভাবে জনদৃষ্টিকে অন্যদিকে প্রভাবিত করার লক্ষ্যে এরূপ ঘটনা একের পর এক ঘটিয়ে আসছে বলে জনগণ বিশ্বাস করে। ইতোপূর্বে এরূপ যে সকল ঘটনা ঘটেছে তার সুনির্দিষ্ট প্রতিকার হয়নি। কারণ সরকারি মহলই এরূপ ঘটনা সৃষ্টির সাথে জড়িত, যা পত্র-পত্রিকায় ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এসকল ঘটনার সুষ্ঠু তদন্ত ও সমাধান করতে ব্যর্থতার দায়ে সরকারের পদত্যাগ করে গণতান্ত্রিক সরকারের নিকট ক্ষমতা অর্পণ করা উচিৎ।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের জীবনের কোনো মূল্য নেই। তাই একের পর এক ঘটনা ঘটলেও সরকার ভয়াবহ প্রাণহানির ঘটনা ঠেকাতে পারছে না। সকল অগ্নিকাণ্ড এবং বিস্ফোরণ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি।’

Facebook Comments Box
advertisement

Posted ১৫:৪৫ | মঙ্গলবার, ০৭ মার্চ ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(732 বার পঠিত)
advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com