শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গণতন্ত্র রক্ষায় তরুণ সমাজকে জেগে উঠতে হবে : ড.কামাল

  |   শুক্রবার, ০৬ জুন ২০১৪ | প্রিন্ট

kamal hossain
ঢাকা, ৬ জুন: বিশিষ্ট আইনজীবী ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, এখনি মানবাধিকার রক্ষার আন্দোলন শুরু করতে হবে। তা না হলে দেশের ভবিষ্যত অন্ধকারের দিকে ধাবিত হবে। তিনি বলেন, দেশের নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। এই মুহুর্তে দেশকে ও দেশের গণতন্ত্রকে রক্ষার জন্য তরুণ সমাজকে জেগে উঠতে হবে। ভয়-সংকোচ দূর করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। গুলি টিয়ারশেলকে ভয় করা চলবে না। যুগে যুগে সৎ ও নির্যাতিতরাই বিজয়ী হয়েছে।

শুক্রবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইয়থ মুভমেন্ট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘মানবাধিকার? গণতন্ত্র? জেগে উঠো বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

ড. কামাল বলেন, দেশের সকলকে অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। দেশে ফরমালিনমুক্ত রাজনীতির প্লাটফর্ম এখনো আছে। সেখান থেকে আন্দোলন জোরদার করতে হবে।

তিনি বলেন, সরকার দেশের অস্ত্র জনগণের স্বার্থে ব্যবহার না করে জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে। এর ফল কোনোদিন ভালো হয়নি আর হবেও না। তিনি নারায়ণগঞ্জের উপনির্বাচনে যোগ্য ও সৎ ব্যক্তিকে বিজয়ী করার আহবান জানান।

অনুষ্ঠানে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, দেশে ৫ জানুয়ারি নির্বাচনের নামে ভন্ডামি করা হয়েছে। এতে কেউ কেউ মনে করছেন যে শেখ হাসিনাকে আর ক্ষমতা থেকে নামানো যাবে না। কিন্তু এটি ভুল কথা।

তিনি বলেন, সারা দেশ ফুঁসে উঠছে। তার প্রমাণ নারায়ণগঞ্জ। প্রধানমন্ত্রী ওসমান পরিবারের সঙ্গে থাকার কথা বলে মূলত র‌্যাবের পক্ষেই সাফাই গেয়েছেন। আগামী ২৬ তারিখের উপ-নির্বাচনের ইমেজ ফেরানোর জন্য প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেন, মিডিয়াগুলোকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। আর এ সুযোগে নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে কাজ করতে হবে। নারায়ণগঞ্জের উপ-নির্বাচন এর একটি পরীক্ষা বলে মনে করেন তিনি।

ইয়থ মুভমেন্ট ফর ডেমোক্রেসি’র প্রেসিডেন্ট শ্যামা ওবায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাংবাদিক নাইমুল ইসলাম খান, সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ, ব্যারিস্টার তুহিন মালিক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক দিলারা বেগম ও নাগরিক ঐক্যের সুকুমার বড়ুয়া প্রমুখ।

 

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৫ | শুক্রবার, ০৬ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com