বৃহস্পতিবার ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সংলাপের আমন্ত্রণ না পাওয়ার ব্যাখ্যা চান প্রধান

  |   শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট

সংলাপের আমন্ত্রণ না পাওয়ার ব্যাখ্যা চান প্রধান

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ ৩১টি দলের সঙ্গে আলোচনা করলেও ডাক পায়নি বিএনপি-জামায়াত জোটের শরিক জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। নির্বাচন কমিশনে নিবন্ধিত হলেও বঙ্গভবনের আমন্ত্রণ না পাওয়ায় হতাশ দলটির সভাপতি শফিউল আলম প্রধান। কেন এমনটি হলো তার ব্যাখ্যা রাষ্ট্রপতির কাছে চেয়েছেন তিনি।

শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঢাকা মহানগর জাগপার এক আলোচনায় এই আক্ষেপের কথা জানান প্রধান। তিনি বলেন, ‘আমার কোনো অভিযোগ নেই। আমরা রাষ্ট্রপতির আমন্ত্রণের জন্য লালায়িতও নই। কিন্তু রাষ্ট্রপতি সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের কথা বলেছিলেন। অথচ জাগপা-বাংলাদেশ কল্যাণ পার্টিসহ বেশ কয়েকটি নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাননি। কেন জানানো হয়নি আমি রাষ্ট্রপতির কাছে তার ব্যাখা চাই।’

শফিউল প্রধান বলেন, ‘রাষ্ট্রপতি কার নির্দেশনায় সব নিবন্ধিত রাজনৈতিক দলকে ডাকলেন না। আমরা দয়ায় নিবন্ধিত হইনি, আন্দোলন-সংগ্রাম করে নিবন্ধিত হয়েছি। কিন্তু বিশেষ মহল যারা চায় না সোজা হয়ে দাঁড়াই, যারা আমাদের আধিপত্যবাদী সংগ্রাম, স্বৈরাচারবিরোধী সংগ্রাম, ৭৪-এ আওয়ামী লীগবিরোধী সংগ্রাম ভুলতে পারেন না, তাদের নির্দেশে কি ডাকেননি?’

রাষ্ট্রপতির উদ্দেশে জাগপা প্রধান বলেন, ‘আপনি কী বাংলাদেশের রাষ্ট্রপতি না শেখ হাসিনার প্রেসক্রিপশনের রাষ্ট্রপতি? আপনাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু দেশবাসী যদি প্রশ্ন করে সব নিবন্ধিত দলকে আমন্ত্রণ না জানানোর ব্যাখ্যা চাই? আপনি জাগপা, বাংলাদেশ কল্যাণ পার্টিসহ ১২টি নিবন্ধিত দলকে ডাকেননি। তবে দুষ্ট লোকে বলে ‘র’র নির্দেশনায়, শেখ হাসিনার প্রেসক্রিপশনে আপনি আমাদের বঙ্গভবনে ডাকেননি। আমি এর ব্যাখ্যা চাই।’

প্রধান বলেন, ‘যেই রাষ্ট্রপতি বঙ্গভবনে আমন্ত্রণ জানানো নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারেন, তার কাছ নিরপেক্ষ নির্বাচন কমিশন আশা করা যায় না। তেঁতুল গাছ থেকে তো আম আশা করা যায় না।’

একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাষ্ট্রপতির সংলাপে সব নিবন্ধিত রাজনৈতিক দলকে ডাকা উচিত ছিল। এবং তাদের না ডেকে আপনি (রাষ্ট্রপতি) গণতন্ত্রের বিষয়কে অবজ্ঞা করেছেন। রাষ্ট্রপতি হিসেবে আপনার কাছে এটা আমরা কোনো দিন আশা করিনি।’

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি নিরপেক্ষ সিদ্ধান্ত নিতে পারবেন কি না, সে নিয়ে সংশয়ে ফখরুল। বলেন, ‘জনগণ এটা বলতে শুরু করেছে, যা ঠিক করে রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই হবে। আমরাও দেখতে চাই রাষ্ট্রপতি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারছেন কি না? যদি না পারেন ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায় তাদের নাম লিখিত হবে। আর যদি পারেন ইতিহাসের স্বর্ণখচিত জায়গায় তাদের নাম লেখা থাকবে।’

সার্চ কমিটি নিয়ে বিএনপি সন্তুষ্ট না হলেও কমিটির কাছে নির্বাচন কমিশনে নিয়োগের জন্য নাম প্রস্তাবের কারণ জানান ফখরুল। বলেন, ‘নাম চাওয়া হয়েছিল,  সার্চ কমিটির কাছে নাম দিয়েছি। একটি মাত্র কারণে। আমরা গণতন্ত্রকে সম্পূর্ণভাবে কোনো রকম সংঘাত, অস্থিতিশীল, অনিশ্চয়তা ছাড়া সুসংহত অবস্থায় দেখতে চাই।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৩২ | শনিবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com