শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেখ হাসিনার রাজনীতিক মৃত্যু আসন্ন: গয়েশ্বর

  |   বৃহস্পতিবার, ০৫ জুন ২০১৪ | প্রিন্ট

শেখ হাসিনার রাজনীতিক মৃত্যু আসন্ন: গয়েশ্বর

goyossor ray

৫ জুন:  বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘শেখ হাসিনার রাজনীতির মৃত্যু ঘটার সময় এসেছে। তাই তিনি এত বেশি কথা বলছেন। মৃত্যু ঘনিয়ে আসলে মানুষ নাকি বেশি বেশি কথা বলে। ব্যক্তিগত মৃত্যু নিয়ে আমি বলতে পারি না। তবে তার রাজনীতিক মৃত্যু আসন্ন। তাই তিনি এত বেশি কথা বলছেন।’

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী জিয়া সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত ‘শহীদ জিয়ার উন্নয়ন ও উৎপাদনমুখি রাজনৈতিক কর্মময় জীবন এবং আজকের প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

দেশের চলমান গুম, খুন প্রসঙ্গে তিনি বলেন, ‘একটা নৃশংস হত্যাকাণ্ডের চেয়েও অধিক নৃশংস হচ্ছে গুম হওয়া। অপরাধ করা এবং অপরাধীকে আশ্রয় দেয়া সমান কথা, তাই আমি প্রধান বিচারপতিকে বলতে চাই, অতিসত্ত্বর গুমখুনের সঙ্গে জড়িত সকল অপরাধীদের শাস্তির ব্যবস্থা করুন।’ প্রসাশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এখন ছিনতাইকারীদের জায়গা দখল করেছে পোশাকধারীরা। পেশাদার খুনিরা না খেয়ে মরছে। কারণ র‌্যাব-পুলিশই পেশাদার খুনির ভূমিকা পালন করছে।’

জিয়া ও শেখ মুজিব বির্তক নিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আওয়ামী লীগের নেতারা শেখ মুজিবকে এমনভাবে মেকাপ করছে যে জাতি আজ তাকে চিনতে পারছে না। জিয়াউর রহমান সম্পর্কেও তারা আজেবাজে মন্তব্য করে থাকেন। জিয়াকে অস্বীকার করলে মুক্তিযুদ্ধের একটি অংশকে অস্বীকার করা হয়, এটা তাদের বোধগম্য নয়।’

সংগঠনের সাধারণ সম্পাদক এম গিয়াসউদ্দিন খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী খান, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামন খান, কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১২:২৬ | বৃহস্পতিবার, ০৫ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com