শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শফিক রেহমান

  |   শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট

লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শফিক রেহমান

নিজের চিকিৎসা ও ক্যান্সারে আক্রান্ত স্ত্রী তালেয়া রেহমানকে দেখতে লন্ডন গেলেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান।

শুক্রবার সকাল আটটায় তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রেস উইং সদস্য শায়রুল কবির খান। ঢাকাটাইমসকে তিনি বলেন, সকাল আটটায় তুর্কি এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ঢাকা ত্যাগ করেন। যাওয়ার আগে তিনি স্ত্রী তালেয়া রহমান এবং নিজের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

বৃহস্পতিবার শফিক রেহমানের লন্ডন যাওয়ার কথা ছিল। এজন্য তিনি গতকাল সকালে শাহজালাল বিমানবন্দরে যান। এ সময় তার কাছে বাংলাদেশি চিকিৎসকের দেয়া ব্যবস্থাপত্র ও আদালতের নির্দেশনাও ছিল। কিন্তু বিমানে ওঠার আগ মুহূর্তে তাকে বিমানে উঠতে দেয়া হয়নি। নির্দেশনা না থাকায় তাকে বিদেশ যেতে দেয়া হইনি বলে ইমিগ্রেশন পুলিশ তাকে অবহিত করেন। পরে তিনি ইস্কাটনের বাসায় চলে আসে।

প্রধানমন্ত্রীর ছেলে এবং তাঁর তথ্য ও প্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনার অভিযোগে ২০১৫ সালের আগস্টে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তা মামলায় রূপান্তরিত হয়।

সেই মামলায় গত বছরের ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনের বাসা থেকে শফিক রেহমানকে গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। গত বছরের ৬ সেপ্টেম্বর কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান প্রবীণ এই সাংবাদিক।

Facebook Comments Box
advertisement

Posted ০৫:৫০ | শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com