শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে করোনার ৪ রেডজোন, কোন এলাকায় কতজন আক্রান্ত

  |   মঙ্গলবার, ১২ মে ২০২০ | প্রিন্ট

রাজধানীতে করোনার ৪ রেডজোন, কোন এলাকায় কতজন আক্রান্ত

দেশে সীমিত পরিসরে দোকানপাট ও শপিংমল খুলে দেওয়ার পর রাস্তায় বাড়ছে জনসমাগম। সেই সঙ্গে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৯১ জনে। একদিনে করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৪ জন। আক্রান্তের তালিকায় বরাবরে মতো শীর্ষে রয়েছে রাজধানী। এর মধ্যে চারটি এলাকায় শনাক্ত রোগীর সংখ্যা শতাধিক। এলাকাগুলো হলো রাজারবাগ, মিরপুর, কাকরাইল ও যাত্রাবাড়ি। এ চারটি এলাকা হয়ে ওঠেছে রাজধানীর রেডজোন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী,রাজধানীর বিভিন্ন এলাকায় আক্রান্তের সংখ্যা হলো- রাজারবাগ ১৬৫, মিরপুর এলাকা ১৫১, কাকরাইল ১৫০, যাত্রাবাড়ী ১০৬, মোহাম্মদপুর ৮১, মুগদা ৮০, লালবাগ ৭৮, মহাখালী ৭১, উত্তরা ৬৩, মালিবাগ ৬২, বংশাল ৫৮, তেজগাঁও ৫৫, শাহবাগ ৫১, গেন্ডারিয়া ৪৮, মগবাজার ৪৩, ওয়ারী ৪২, বাড্ডা ৪১, খিলগাঁও ৩৯, ধানমন্ডি ৩৮, হাজারীবাগ ৩৮, মিটফোর্ড ৩৮, স্বামীবাগ ৩৬, বাবুবাজার ৩৫, বাসাবো ৩৪, চকবাজার ৩২, গুলশান ৩২, শাঁখারীবাজার ২৮, পুরানা পল্টন ২৭, চাঁনখারপুল ২৭, জুরাইন ২২, টোলারবাগ ১৯, আজিমপুর ১৮, রামপুরা ১৬, কামরাঙ্গীরচর ১৬, সূত্রাপুর ১৬, শান্তিনগর ১৪, টিকাটুলি ১৪, গ্রিন রোড ১২, শ্যামলী ১২, নারিন্দা ১১, আগারগাঁও ১১, গোপীবাগ ১১, লক্ষ্মীবাজার ১০, শাজাহানপুর ১০, কোতোয়ালি ৯, ইস্কাটন ৯, বনানী ৯, নাখালপাড়া ৯, রমনা ৯, ডেমরা ৯, নাজিরাবাজার ৯, বসুন্ধরা আবাসিক এলাকা ৮, কাজীপাড়া ৮, আদাবর ৭, গুলিস্তান ৭, সবুজবাগ ৭, ক্যান্টনমেন্ট ৭, নয়াবাজার ৭, বারিধারা ৭, জিগাতলা ৬, শনির আখড়া ৬, কল্যাণপুর ৬, কলাবাগান ৬, শেরে বাংলানগর ৬, কদমতলী ৫, ফার্মগেট ৫, শান্তিবাগ ৫, বকশীবাজার ৫, কারওয়ান বাজার ৫, এলিফ্যান্ট রোড ৫, পোস্তগোলা ৫, বেইলি রোড ৪, সায়েদাবাদ ৪, রায়ের বাজার ৪, সিদ্ধেশ্বরী ৪, মাতুয়াইল ৪, তেজতুরী বাজার ৪, শেওড়াপাড়া ৪, মালিটোলা ৪, নবাবগঞ্জ ৪, নিমতলী ৪, সেগুনবাগিচা ৪, সোয়ারীঘাট ৩. পীরেরবাগ ৩, হাতিরপুল ৩, হাতিরঝিল ৩, গোড়ান ৩, খিলক্ষেত ৩, সদরঘাট ৩, গণকটুলি ৩, তাঁতীবাজার ৩, নীলক্ষেত ৩, সেন্ট্রাল রোড ২, ইসলামপুর ২, শাহ আলীবাগ ২, দয়াগঞ্জ ২, ধোলাইখাল ২, জেলগেট ২, আরমানিটোলা ২, কুড়িল ২, মতিঝিল ২, ভাটারা ২, রায়েরবাগ ২, বাংলামোটর ২, মানিকনগর ২, আমিনবাজার ২, আমলাপাড়া ২, কমলাপুর ২, ফকিরাপুল ২, ইব্রাহীমপুর ২, মাদারটেক ২, রাজা বাজার ২, ইসলামবাগ ২, মেরাদিয়া ২, তেজকুনীপাড়া ২, বসিলা ১, বুয়েট এলাকা ১, উর্দু রোড ১, নিকুঞ্জ ১, আশকোনা ১, মানিকদী ১, বেড়িবাঁধ ১, বেগুনবাড়ী ১, ঢাকেশ্বরী ১, নবাবপুর ১, বানিয়ানগর ১, শ্যামপুর ১, বেগমবাজার ১, ফরিদাবাগ ১, কচুক্ষেত ১, সায়েন্সল্যাব ১, শেখের টেক ১, কলতা বাজার ১, মোহনপুর ১, গোলারটেক ১, কাঁঠালবাগান ১, বনশ্রী ১, তুরাগ ১, দনিয়া ১, করাতিটোলা ১, রসুলপুর ১, রূপগঞ্জ ১, আবদুল্লাহপুর ১, বিজয়নগর ১, দক্ষিণখান ১, মান্ডা ১ ও মণিপুর ১ জন।। পূর্বপশ্চিম

Facebook Comments Box
advertisement

Posted ১৩:০২ | মঙ্গলবার, ১২ মে ২০২০

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com