শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশ আওয়ামীলীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ-এর প্রেস বিবৃতি : আওয়ামীলীগকে ভেজালমুক্ত দেশ-জনগণ বান্ধব সুসংহত উদার গণতান্ত্রিক রাজনীতি চর্চায় ফিরে আসার আহবান —-আলমগীর নূর

  |   মঙ্গলবার, ২৪ জুন ২০১৪ | প্রিন্ট

Alamgir noor

প্রশান্ত বড়ুয়া,  ২৪ জুন ২০১৪ ( স্বাধীনদেশ )  : গণতন্ত্রকে টেকসই এবং শক্তিশালী করতে হলে গণমূখী বহুদলীয় গণতান্ত্রিক দলের রাজনীতি চর্চার বিকল্প নেই। অবৈধ ৫ জানুয়ারীর নির্বাচন পরবর্তী আওয়ামীলীগ সরকার ক্রমশ: এক নায়কতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে। দলমতকে উপেক্ষা করে একমূখী রাজনীতি শ্বৈরতন্ত্রের জন্ম দেয়। শুধু তাই নয়, ভোট বিহীন নির্বাচনের কারণে দেশ আজ মৃত্যু পূরিতে পরিণত হয়েছে। গুম, খুন, অপহরণ আজকের বাংলাদেশের প্রতিদিনকার নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে। যার জন্য এককভাবে দায়ি ৬৫ বৎসরের পুরনো এই আওয়ামীলীগ রাজনৈতিক দল।

৬৫ বৎসরের প্রাচীন এ দলটি গণতান্ত্রিক সংস্কৃতিকে পদদলিত করবে এমনটি কেউ আশা করে না। আমরা চাই আওয়ামীলীগ তার পূর্বের অবস্থায় ফিরে আসুক। সকল দলের অংশ গ্রহণে দলটি নির্বাচনে অংশ গ্রহণ করে প্রমান করুক তারা গণতান্ত্রিক দল। আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের উদার আহ্বান আসুন আমরা সকল দলের অংশগ্রহণের ভিত্তিতে একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করি।

তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা মহাসচিব আলমগীর নূর এক প্রেস বিবৃতিতে আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন “জনগণকে নিয়ে খেলা করা আর আগুন নিয়ে খেলা করা সমতুল্য। আওয়ামীলীগের মত একটি দল বাংলাদেশের জনগণের রোষানলের আগুনে পুড়ে রাজনীতির ময়দান থেকে মুছে যাক সেটা কখনও আমাদের কারো কাম্য হতে পারে না।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৃষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য নেতৃত্ব এবং তারুণ্যের অহংকার বাংলাদেশের ভবিষ্যৎ কা-ারী জননেতা তারেক রহমান স্বতন্ত্র বহুদলীয় গণতন্ত্রের আদর্শিক রাজনীতি দিয়ে সকল অপরাজনীতি মোকাবেলা করতে বদ্ধ পরিকর”। আওয়ামীলীগকে ভেজালমুক্ত দেশ-জনগণ বান্ধব সুসংহত উদার গণতান্ত্রিক রাজনীতি চর্চায় ফিরে আসার আহবান জানান তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৫৬ | মঙ্গলবার, ২৪ জুন ২০১৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com