বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবীর কাদের সিদ্দিকী অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে জনগণের সক্রিয়তা দরকার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৬ মার্চ ২০২৪ | প্রিন্ট

বঙ্গবীর কাদের সিদ্দিকী অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে জনগণের সক্রিয়তা দরকার

বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, দেশের মানুষ বরই খেয়ে ইফতার করবে। আর যাদের বিত্ত আছে তারা খেজুর খাবে ও মুরগীর রান খাবে। এ অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে জনগণের সক্রিয়তার দরকার। কিন্তু জনগন সত্যিকার অর্থেই হতাশ হয়ে পড়েছে। আমরা জনগনকে উৎসাহিত করতে পারিনাই।

বুধবার (৬ মার্চ) দুপুরে ইউপি চেয়ারম্যান কর্তৃক এক প্রবাসীর স্ত্রী শারিরীকভাবে নির্যাতনের প্রতিবাদ জানাতে গিয়ে সখিপুরে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি তিনি বলেন, বর্তমান সরকার ভালো চলছেনা। কারো কোনো দায়িত্ববোধ নাই। যারা রাষ্ট্র চালায় তাদের অধিকাংশ লোকদের ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া উচিত।

তিনি আরও বলেন, সখিপুর একটি সম্মানের জায়গা। এখানে একজন জনপ্রতিনিধির হাতে একজন নারী লাঞ্ছিত হবে এটা মেনে নেওয়া যায়না।

এর আগে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার চেয়ে সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে স্মারক লিপি দেন। এরপর হাসপাতালে নির্যাতিতা ওই নারীর খোঁজ খবর নেন তিনি।

শনিবার (২ মার্চ) বিকেলে এক প্রবাসীর স্ত্রী সখিপুর উপজেলার বহুরিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম মুক্তর কাছে তুচ্ছ একটি ঘটনা নিয়ে বিচার চাইতে যান। এ সময় চেয়ারম্যান ওই নারীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে চেয়ারম্যান ও তার সহযোগীরা নারীকে এলোপাথারী কিল ঘুষি মারতে থাকে। পরে স্থানীয় লোকজন গৃহবধূকে উপজেলা হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকার সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়ে মানববন্ধন, মিছিল ও সমাবেশ করে। কাদের সিদ্দিকীও এ ঘটনায় বিচার দাবি করেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৫:২৪ | বুধবার, ০৬ মার্চ ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com