শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম (বসাফো) নিউপোর্ট শাখার সম্মেলন অনুষ্ঠিত

  |   শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮ | প্রিন্ট

বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম (বসাফো) নিউপোর্ট শাখার সম্মেলন অনুষ্ঠিত

খায়রুল আলম লিংকন, ওয়েলস : বৃটেনের ওয়েলসের নিউপোর্ট শহরের ভ্যানিলা স্পাইস রেস্টুরেন্টে গতকাল বিপুল সংখ্যক লোকের উপস্থিতিতে ও আনন্দঘন পরিবেশে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম (বসাফো) নিউপোর্ট শাখার সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । সংগঠনের নিউপোর্ট শাখার সভাপতি আব্দুর রউফ তালুকদার এর সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি সিতাব আলী ও নিউপোর্ট যুবলীগের সেক্রেটারি ফখরুল ইসলাম ও জয়েন্ট সেক্রেটারি রুহুল আমিন এর যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান ও বিশেষ অতিথি অতিথি হিসাবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম ইউকের সভাপতি কেন্দ্রীয় আন্তজাতিক সম্পাদক মোহাম্মদ নাজিমুদ্দিন,  বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম ইউকের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ ।

জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের সভাপতি ওয়েলস আওয়ামীলীগ লিডার মোহাম্মদ মকিস মনসুর আহমদ. নিউপোট আওয়ামীলীগ সেক্রেটারি আব্দুল হান্নান. সহ সভাপতি মাজেদুল হোসাইন নুনু. ওয়েলস আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক লিয়াকত আলী. নিউপোট আওয়ামীলীের প্রচার সম্পাদক হারুন অর রশিদ. বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম ইউকের সাংগঠনিক সম্পাদক যুবনেতা শাহ্‌ শাফি কাদির. সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমদ. সহ সভাপতি আসুক আহমদ. আব্দুল জলিল. আব্দুল মালিক. মুক্তিযোদ্ধা বাবুল খাঁন. ব্রিস্টল প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম. ব্রিস্টল প্রেসক্লাবের সেক্রেটারি খায়রুল আলম লিংকন. প্রজন্ম ৭১ এর সভাপতি বেলায়েত হোসেন খাঁন. গুয়েন্ট যুবলীগের সভাপতি শামীম রহমান. ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব ছালিক মিয়া. ওয়েলস কৃষকলীগের কনভেনার শেখ মোহাম্মদ আনোয়ার. ব্যাবসায়ী নজরুল ইসলাম. সিরাজ বক্সস বদর উদ্দিন চৌধুরী বাবর. আব্দুল ওয়াহিদ বাবুল. সিহাব উদ্দিন. রকিবুর রহমান. কবির আহমদ.সহ কাডিফ সোয়ানসী বৃস্টল ও নিউপোর্ট এর অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। সংগীত পরিবেশন করেন লন্ডনের জনপ্রিয় শিল্পী শতাব্দী কর. গিতীকার আসাব আলী সহ অন্যান্য শিল্পী বৃন্দ । পরিশেষে নতুন কমিটির নাম ঘোঘনা. শপথ বাক্যপাঠ করা. নৈশভোজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘেঘনা করা হয়.।

বক্তারা মুক্তিযোদ্ধের চেতনায় বাংলাদেশ সামনের পথে এগিয়ে চলছে.।বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠা করতে বাংলাদেশ সরকারের সফল প্রধানমন্ত্রী আধুনিক বাংলাদেশের রূপকার গনতন্ত্রের মানস কন্যা বঙ্গবন্ধুর তনয়া দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলার আলোর মিছিলকে এগিয়ে নিতে সবার সহযোগীতা কামনা করা হয়.। অনুষ্টানে সংগীত পরিবেশন করবেন লন্ডনের সনামধন্য শিল্পী শতাব্দী কর. গিতীকার আসাব আলী সহ অন্যান্য শিল্পীবৃন্দ.। বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম ইউকের সভাপতি মোহাম্মদ নাজিমুদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী মুরাদ নিউপোর্ট শাখার নতুন কমিটির নাম ঘোষনা করলে তুমুল করতালির মাধ্যমে তাহা পাশ করা হয়.।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম ইউকের নিউপোর্ট শাখার দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন সভাপতি-এস আব্দুর রউফ তালুকদার.সহ সভাপতি -কবির আহমেদ  সাধারণ সম্পাদক – সিতাব আলী যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন. সাংগঠনিক সম্পাদক -কাজী জাহাঙ্গীর আহমেদ. ট্রেজারার-রিপন মিয়া  প্রচার সম্পাদক-শাহজাহান তালুকদার শাওন  তত্ত্ব প্রযুক্তি ও দপ্তর সম্পাদক -মৌলাদ মিয়া  সাহিত্য গবেষণা ও প্রকাশনা সম্পাদক-ইলিয়াস চৌধুরী সংগীত বিষয়ক সম্পাদক -রফিক আলী নানু.  নৃত্য বিষয়ক সম্পাদক-আজর আলী  নাট্য বিষয়ক সম্পাদক -ফয়সল আহমেদ মহিলা বিষয়ক সম্পাদক -শেলি বেগম  সমাজ কল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক -মজনু মিয়া  শিশু কল্যাণ সম্পাদক – রওশন আরা তালুকদার  সদস্য-নজরুল ইসলাম ও বেলায়েত হুসেন খান. বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম (বসাফো) নিউপোর্ট শাখার দায়িত্বপ্রাপ্তদের শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের বিশেষ অতিথি মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা ওয়েলস আওয়ামীলীগ লিডার মোহাম্মদ মকিস মনসুর আহমদ. পরিশেষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক ফোরাম ইউকের সাংগঠনিক সম্পাদক যুবনেতা শাহ্‌ শাফি কাদির আগত সবাইকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box
advertisement

Posted ১৯:২৬ | শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com