শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনে সময় এমপিদের মাছ ব্যবসায়ী হওয়ার হিড়িক পড়ে যায়: সুলতানা কামাল

  |   বুধবার, ২১ নভেম্বর ২০১৮ | প্রিন্ট

নির্বাচনে সময় এমপিদের মাছ ব্যবসায়ী হওয়ার হিড়িক পড়ে যায়: সুলতানা কামাল

টিআইবির চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, নির্বাচনের সময় অনেক প্রার্থী হলফনামায় নিজেকে মাছ ব্যবসায়ী হিসাবে উল্লেখ করেন। কারণ মাছ ব্যবসায়ীদের আর্থিক হিসাব সেভাবে রাখা হয় না।
মঙ্গলবার রাতে এক চ্যানেলে আলেচনায় তিনি একথা বলেন।
সুলতানা কামাল বলেন, নির্বাচন কমিশনকে প্রার্থীর হলফনামা প্রচার করতে হবে। হলফনামা প্রচারের মাধ্যমে জনগণ বুঝতে পারবে তার এলাকার প্রার্থী কতটা সৎ। আইনে আছে প্রার্থীর হলফনামা কমিশনকে জনগণের মাঝে প্রচার করতে হবে, ওয়েবসাইটে দিতে হবে এবং সংবাদপত্রে প্রচারের ব্যবস্থা করতে হবে। কিন্তু আসলে এই আইনের বাস্তবায়ন দেখা যায় না।
তিনি বলেন, ২০০৮ এর নির্বাচনে আওয়ামী লীগের একটা বড় প্রতিশ্রুতি ছিলো তারা প্রতিবছর তাদের এমপি-মন্ত্রীদের আয়-ব্যয়ের হিসাব দেবে। কিন্তু সেটা এখনো বাস্তবায়ন হতে দেখা যায়নি।
তিনি আরও বলেন, হলফনামার বিষয়ে কারো কারো বিরুদ্ধে ধীরগতিতে প্রচার হচ্ছে আবার কারোটা দ্রুতগতিতে হচ্ছে, এটার কারণ হচ্ছে কারো ব্যক্তিগত, দলগত, সম্প্রদায়গত আক্রোশের কারণেই এটা হয়। আর এর ফলে অনেকেই বলার সুযোগ পায় যে, আমার আসলে কোনো দোষ ছিলনা কেউ আমার পেছনে লেগেছে, হেয় করার জন্যই দুদক আমাকে ডেকেছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলে, দুর্নীতি নিয়ে আমরা যারা কাজ করি একটা সময় রাষ্ট্র আমাদের পাশে দাঁড়ায় না। রাষ্ট্র এমন মানুষ দ্বারা নিয়ন্ত্রিত, যারা দুর্নীতিবাজদের পক্ষে থাকে কারণ তারা ক্ষমতাধর।

Facebook Comments Box
advertisement

Posted ১৬:০১ | বুধবার, ২১ নভেম্বর ২০১৮

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com