সোমবার ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

দেশ থেকে জঙ্গি শত ভাগ নির্মূল করা সম্ভব হয়নি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে , স্বরাষ্ট্রমন্ত্রী

  |   বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ | প্রিন্ট

দেশ থেকে জঙ্গি শত ভাগ নির্মূল করা সম্ভব হয়নি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে , স্বরাষ্ট্রমন্ত্রী

dr-1

আমি বলব না দেশ থেকে জঙ্গি শত ভাগ নির্মূল করা সম্ভব হয়েছে, তবে নিন্ত্রয়ণ করা সম্ভব হয়েছে। কেউ আইনের বাইরে নয়। যে যে পরিমাণ অপরাধ করবেন সে পরিমাণ শাস্তি তাকে ভোগ করতেই হবে।

মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে আমরা দেশের জনগণকে সাথে নিয়ে জঙ্গি দমন করেছি। দেশের জনগণ বুঝতে পেরেছেন, জঙ্গিদেরকে রুখতে হবে। তা না হলে দেশের উন্নয়ন বাঁধা গ্রস্ত হবে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে আজ বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মন্ত্রীসহ অন্যান্য অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২, আসনের এমপি নজরুল ইসলাম বাবু। এ সময় আমন্ত্রিত অতিথিদের বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫, আসনের এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-১, আসনের এমপি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাভোকেট হোসনে আরা বাবলী, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপিত আব্দুল হাই, সাধারণ সম্পাদক অ্যাভোকেট আবুল হাসনাত মোঃ বাদল, আড়াইহাজার থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজালাল মিয়া প্রমূখ।

৩৩ শতাংশ জমির নোয়াপাড়া এলাকায় প্রকল্পটি নির্মাণ করা হয়েছে। প্রকল্পের নির্মাণ ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি টাকা। এটি নির্মাণ করে মের্সাস মনোয়ার এন্টার প্রাইজ। বাস্তবায়ন করে গণপূর্ত বিভাগ নারায়ণগঞ্জ।

Facebook Comments Box
advertisement

Posted ০৯:৪২ | বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com