শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

থমথমে রাজশাহী

  |   মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট

থমথমে রাজশাহী

bje

রাজশাহী: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় মঙ্গলবার রাত ১২টা ১মিনিটে কার্যকর করা হবে- এমন খবর ছড়িয়ে পরার পরপরই থমথমে হয়ে পড়েছে রাজশাহী মহানগরী। নাশকতার আঙ্কায় মহানগরীতে তিন প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। প্রস্তুত রয়েছে আরও তিন প্লাটুন।
রাত সাড়ে ৮টার পরেই মহানগরীর বিভিন্ন রাস্তাঘাট ফাঁকা হতে শুরু করে। নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাত ৮টার পর থেকে নগরীতে টহল শুরু করেছে বিজিবি।
এদিকে, বাড়তি সতর্কতা হিসেবে সন্ধ্যা পরপরই মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা; মোতায়েন করা হয়েছে পুলিশ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাজশাহী-৩৭ ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর সোলাইমান তালুকদার জানান, বেসামরিক প্রশাসনকে সহযোগিতার জন্য রাজশাহীতে তিন প্লাটুন বিজিবি সদস্যকে রাস্তায় নামানো হয়েছে। রাত ৮টার পর আর্মাড পার্সোনাল ক্যারিয়ারসহ (এডিসি) ১০টি গাড়িতে নগর জুড়ে টহল শুরু করেছেন বিজিবি সদস্যরা।
এছাড়া, সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে আরও তিন প্লাটুর সদস্য। জেলার মধ্যে কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে বিজিবি পৌঁছে যাবে। পাশপাশি নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও পাবনাসহ সকল জেলায় বিজিবি নামানো হয়েছে বলেও জানান তিনি।
এদিকে, আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের সময় ঘোষণা হওয়ার পর থেকেই রাজশাহী নগরী জনশূন্য হয়ে পড়ে। এরপর থেকেই বন্ধ রয়েছে সব ধরণের দোকানপাঠ। সীমিত হয়ে এসেছে যান চলাচলও। নগরবাসীর মধ্যে বিরাজ করছে চাপা আতঙ্ক। একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না কেউই।
মহানগর পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, নগর জুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আর্মড পুলিশের মোতায়েন রয়েছে। চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। একই সঙ্গে নগর জুড়ে র‌্যাব, পুলিশের টহলও বাড়ানো হয়েছে।
মহানগর পুলিশ কমিশনার (আরএমপি) ব্যারিস্টার মাহবুবুর রহমান জানান, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হয়েছে। আইন-শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কর্মকাণ্ড কোনোভাবেই বরদাস্ত করা হবে না। নাশকতার চেষ্টা চালালে তা কঠোর হাতে দমন করা হবে। এ নিয়ে নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ১৮:০৭ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com