সোমবার ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কলকাতায় ‘জওয়ান’র প্রথম শো ভোর ৫টায়

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

কলকাতায় ‘জওয়ান’র প্রথম শো ভোর ৫টায়

দু’দিন পরেই মুক্তি পাচ্ছে ‘জওয়ান’। ‘পাঠান’-এরপর আরও একবার বড় পর্দা কাঁপাতে হাজির হচ্ছেন বলিউড কিং শাহরুখ খান। ছবিটি ঘিরে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। গত শুক্রবার (১ সেপ্টেম্বর) ভারতজুড়ে ছবির অগ্রিম টিকিট বুকিং শুরু হয়। এর মধ্যেই অগ্রিম টিকিট বুকিং বিবেচনায় ‘পাঠান’-এর নজিরকে ছাপিয়ে গেছে ‘জওয়ান’। তাই সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের একাংশের মতে, ব্যবসায় ‘পাঠান’কে ছাড়িয়ে যেতে পারে ‘জওয়ান’।

 

ভারতে প্রথম দিনের প্রথম শো কে আগে আয়োজন করতে পারে তা নিয়ে মাল্টিপ্লেক্সগুলোর মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা। রোববার পর্যন্ত জানা গিয়েছিল, কলকাতায় ‘জওয়ান’-এর প্রথম শো হবে সকাল ৬টার পর। কিন্তু সোমবার (৪ সেপ্টেম্বর) নিউ টাউনের একটি মাল্টিপ্লেক্স (মিরাজ সিনেমাজ) ভোর ৫টার স্লটে ছবির টিকিট বিক্রি শুরু করেছে। এটিই হতে যাচ্ছে কলকাতায় ‘জওয়ান’-এর প্রথম শো। জানা যাচ্ছে, ওই রাজ্যে ছাড়া আর কোথাও ভোর ৫টায় কোনো ছবির প্রদর্শনের আয়োজন করা হয়নি।

 

পশ্চিমবঙ্গে ‘জওয়ান’-এর পরিবেশনার দায়িত্বে রয়েছে এসভিএফ। এ বিষয়ে প্রতিষ্ঠানটির এক কর্মকতা বললেন, ওরা আমাদের অনুমতি না নিয়েই শোটা খুলে দিয়েছে। এখনো রেড চিলিজের (ছবির প্রযোজক) পক্ষ থেকে অনুমতি আসা বাকি। তবে মনে হচ্ছে এই শোটা আমরা দেখাতে পারব।

 

একটি মাল্টিপ্লেক্স ছবি দেখাচ্ছে ভোর ৫টায়। মঙ্গলবার কি অন্যরাও সেই পথে হাঁটতে পারে? ওই কর্মকর্তার কথায়, ছবির টিকিটের চাহিদা প্রচুর। তাই কিছুই বলা যাচ্ছে না। ছবি মুক্তির আগে সমীকরণ আরও বদলে যেতে পারে। তবে প্রযোজনা সংস্থাই শেষ সিদ্ধান্ত নেবে।

 

হঠাৎ এ সিদ্ধান্ত কি ব্যবসায়িক চমকের জন্য– এমন প্রশ্নের জবাবে মিরাজ সিনেমাজ’র ম্যানেজিং ডিরেক্টর অমিত শর্মা বলেন, সারা দেশে ৬২টি মাল্টিপ্লেক্সে আমরা ছবি দেখাই। কিন্তু ‘জওয়ান’-এর প্রথম দিনের টিকিট বিক্রি বিবেচনায় এখন পর্যন্ত কলকাতায় আমাদের প্রেক্ষাগৃহে সবচেয়ে বেশি টিকিট বিক্রি হয়েছে। তাই সুযোগ হাতছাড়া করতে চাইনি।

তার মতে, ব্যবসার পাশাপাশি অনুরাগীদের দিকটাও প্রেক্ষাগৃহ কর্মকর্তাদের দেখা উচিত। তিনি বলেন, সব অনুরাগীই তার পছন্দের অভিনেতার ছবি সবার আগে দেখতে চান। তা না হলে সর্বত্র ছবি নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। আমার আশা, প্রথম দিনে আমাদের সিংহভাগ শো হাউসফুল হবে।

 

এর আগে কলকাতায় ভোর ৫টায় কোনো ছবির শো দেখানো হয়েছে বলে মনে করতে পারছেন না সিনেমা হল সংশ্লিষ্টরা। ‘কেজিএফ ২’ বা অ্যাভেঞ্জার্স সিরিজের ছবি ঘিরে উন্মাদনা দেখা দিলেও সকাল ৬টার পরে শো ছিল। কলকাতায় ‘পাঠান’-এর প্রথম শো ছিল সকাল ৬টা ৪৫ মিনিটে। কিন্তু ‘জওয়ান’-এর ক্ষেত্রে শাহরুখ নিজের নজিরই ভেঙে দিলেন।

 

পরিবেশক শতদীপ সাহা বলেন, এর আগে এরকম ঘটনা ঘটেনি। এটা তো খুবই ভালো লক্ষণ। কোনো সিনেমাকে ঘিরে উন্মাদনা তৈরি হলে বেশি সংখ্যক দর্শক হলে যাবেন। তাতে তো ইন্ডাস্ট্রির প্রত্যেকেই লাভবান হবেন।

 

সম্প্রতি কলকাতায় শাহরুখ খানের বেহালা ফ্যান ক্লাবের পক্ষ থেকে অজন্তা সিনেমা হলে মধ্যরাতে ‘জওয়ান’-এর শো আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু প্রযোজনা সংস্থা তাদের সকাল ৬টার পর শো আয়োজন করার পরামর্শ দেয়। অন্যদিকে জানা যাচ্ছে, বুধবার মধ্যরাতের পর সাউথ সিটি মলের আইনক্সে ‘জওয়ান’-এ প্রথম দিনের প্রথম শো আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু শপিং মল কর্তৃপক্ষের অনুমতি না মেলায় এখন পর্যন্ত সেই শো দেখানো হবে না বলেই জানা যাচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ০৯:১২ | মঙ্গলবার, ০৫ সেপ্টেম্বর ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com