বৃহস্পতিবার ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আহসানউল্লাহ মাস্টারের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

  |   মঙ্গলবার, ০৭ মে ২০১৯ | প্রিন্ট

আহসানউল্লাহ মাস্টারের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ

প্রখ্যাত শ্রমিক নেতা, শিক্ষক, মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টারের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার।

এ উপলক্ষে ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে সকালে গাজীপুর মহানগরীর পূবাইলের হায়দরাবাদ গ্রামে আহসানউল্লাহ মাস্টারের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন।

এ ছাড়া মিলাদ, দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হবে। মহানগর আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান দিনব্যাপী পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে একদল সন্ত্রাসী টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আহসান উল্লাহ মাস্টারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে।

২০০৫ সালের ১৬ এপ্রিল আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার রায় হয়। রায়ে ৩০ জন আসামির মধ্যে দুইজনকে বেকসুর খালাস দেয়া হয়। প্রধান আসামি বিএনপি নেতা নূরুল ইসলাম সরকারসহ ২২ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এর মধ্যে দুইজন আসামি মারা গেছেন।

পরবর্তীতে ২০১৬ সালের ১৫ জুন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ এক রায়ে ছয়জন আসামির মৃত্যুদণ্ড, আটজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল এবং ১১ জনকে খালাসের আদেশ দেন।

মামলার বাদী মতিউর রহমান মতি জানিয়েছেন, বর্তমানে এ মামলার প্রধান আসামিসহ ১১জন বিভিন্ন কারাগারে এবং আটজন পলাতক রয়েছেন। মামলাটি বর্তমানে সুপ্রিমকোর্টে চূড়ান্ত আদেশের অপেক্ষায় রয়েছে

Facebook Comments Box
advertisement

Posted ১৩:০৬ | মঙ্গলবার, ০৭ মে ২০১৯

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com