সোমবার ১৭ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ

আকাশে শকুন ঘোরাফেরা করছে: শামীম ওসমান

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২ | প্রিন্ট

আকাশে শকুন ঘোরাফেরা করছে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আকাশে শকুন ঘোরাফেরা করছে। আমি শুনেছিলাম নারায়ণগঞ্জেও কিছু ঘটতে পারে। খুনিরা এখন একটি দলের নেতৃত্বে চলে আসছে। সে কারণে আমি নিজে একা চলে এসেছি। কারণ সর্ষের ভেতরে ভুত থাকে।

আজ (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ফতুল্লার পূর্ব ইসদাইর যুব সংঘের বিজয় দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আমার কিছু বাড়তি দায়িত্ব থাকে। সে কারণে আমাকে ৪টা পর্যন্ত জেগে থাকতে হয়। দেশ-বিদেশে কথা বলতে হয়। এ কারণে আমার ওপর বোমা হামলা হয়েছিল। যুব সমাজকে বলছি ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ, মাদক, সন্ত্রাস প্রতিরোধে কাজ করতে হবে।

 

তিনি আরও বলেন, ২১ জানুয়ারির পর থেকে সব শ্রেণি-পেশার লোকজনকে নিয়ে বসবো। তারপর মাঠে নামবো। আমার কিছু স্টাইল আছে। কোথায় কী করতে হবে জানি। আমার পৈতৃক বাড়ি বায়তুল আমানে প্রস্রাব করা হয়েছে, আমার ভাই সেলিম ওসমানের কারখানায় হামলা করা হয়েছে। আমরা কিন্তু বিগত দিনে প্রতিশোধ নেইনি। কোনো দলের ওপর আঘাত তো দূরের কথা একটি কথাও বলি নাই।

এসময় নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরীন বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ১৪:৫০ | রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(757 বার পঠিত)
advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com