সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি : চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এক ব্যক্তির দেহ তল্লাশী চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করেছে। প্রকাশ,সোমবার দিবাগত রাত প্রায় ৩টার সময় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় সীতাকুণ্ড মডেল থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানারএস আই মনোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চারালকান্দি এলাকায় বিএন সোনারগাঁ পেট্রোল পাম্পের পাশে দাঁড়ানো অবস্হায় মোঃ আশরাফুল (২৫) নামে এক ব্যক্তির দেহ তল্লাশী চালিয়ে। তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পায় পুলিশ। পরে পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়।
এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল উদ্দিন পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে এবং তাকে আদালতে চালান দেয়া হয়েছে।
Like this:
Like Loading...
Related