সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। নবগঠিত পৌরসভাটির প্রথম নির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, বিরাজ করছে উৎসবের আমেজ।
সোমবার সকাল আটটা থেকে ইভিএমে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল চারটা পর্যন্ত।
তাড়াশ উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, তাড়াশ পৌর নির্বাচনে মেয়র পদে ৪ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
পৌরসভাটির মোট ভোটার ১৯ হাজার ২৮৭ জন। এরমধ্যে নারী ভোটার ৯ হাজার ৮২০ জন, পুরুষ ভোটার ৯ হাজার ৪৬৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।
পৌরসভার ১০টি ভোট কেন্দ্রের প্রতিটিতে মোতায়েন রয়েছে ১০ জন পুলিশ ও ১৭ জন আনসার সদস্য। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অধিনে স্টাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে।
Like this:
Like Loading...
Related