
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ | প্রিন্ট
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ের হযরত শাহ্ সুলতান মাহমুদ বলখী (রহ.) মাজারের সিন্দুক (দানবাক্স) খুলে প্রায় ৩৫ লাখ টাকা পাওয়া গেছে।
মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন মহাস্থান মাজার কমিটির প্রশাসনিক কর্মকর্তা জাহিদুর রহমান।
এর আগে, গত রোববার থেকে সোমবার রাত ৯টা পর্যন্ত দানবাক্সের টাকা গণনা করা হয়। মাজার কমিটির সভাপতি ও বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলামের নির্দেশে জেলা প্রশাসনের সহকারী কমিশনার গাজী মূয়ীদুর রহমানের তত্ত্বাবধানে দানবাক্স খোলা হয়েছিল। রোববারে ছয়টি সিন্ধুক খুলে আট লাখ ৮৮ হাজার ৩৬৭ টাকা পাওয়া যায়। পরে সোমবারে অন্য তিন সিন্দুক খোলা হয়। এবার মোট ৩৪ লাখ ৮৯ হাজার ১২৭ টাকা পাওয়া গেছে। নগদ টাকা ছাড়াও সিন্দুকে ৩২টি স্বর্ণের নাক ফুল ও বিদেশি মুদ্রা পাওয়া গেছে।
মাজার কমিটি বলছে, মাজারের চারপাশে মোট নয়টি সিন্দুক রয়েছে। মাজারে জিয়ারত করতে আসা লোকজনসহ দর্শনার্থীরা টাকাসহ স্বর্ণালঙ্কার দান করেন। প্রতি তিনমাস পরপর সিন্দুকগুলো খোলা হয়। এবার টাকা গণনায় অংশ নেন অগ্রণী ব্যাংকের মহাস্থান শাখার ১০ কর্মকর্তা এবং মাজারের ১০ জন কর্মচারী। এছাড়া মহাস্থান উচ্চবিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থী টাকা গণনায় অংশ নেয়।
জাহিদুর রহমান বলেন, অনেকেই মনের ইচ্ছা পূরণের উদ্দেশ্যে এই মাজারে দান করেন। দানের অর্থে মাজার ও মসজিদের উন্নয়নমূলক কাজ করা হয়।
সূএ : ডেইলি-বাংলাদেশ ডটকম
Posted ০৭:০৮ | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain