নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট
বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি রেজাউল হক ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দিয়ে রুল জারি করেন।
আদালতে রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।
গত ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে তাকে গুলশানের বাসা থেকে আটক করা হয়। পরদিন ১৮ অক্টোবর রাজধানীর বাড্ডার থানায় নাশকতার অভিযোগে করা মামলায় আদালতে তোলা হয়। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে কারাবন্দি বিএনপির এই নেতা।
Posted ১৬:২০ | রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain