নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
বিএনপি মহাসমাবেশে সংঘর্ষের সময় পুলিশ সদস্য হত্যার ঘটনায় করা মামলার আসামিদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ২৮ অক্টোবর সংঘর্ষের ঘটনায় বিভিন্ন মামলায় যারা এখনো পলাতক আছেন পর্যায়ক্রমে তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হবে।
বিএনপি নেতা আমীর খসরু মাহমুদকে গ্রেফতার নিয়ে শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব বলেন তিনি।
হারুন অর রশিদ বলেন, ‘আমীর খসরুকে আমরা অনেকদিন ধরেই খুঁজছিলাম। তিনি একটা বাসায় পালিয়ে ছিলেন। সেখান থেকে গতকাল রাতে আমরা তাকে গ্রেফতার করি। পল্টন থানার পুলিশ হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আমীর খসরু এই মামলার চার নাম্বার আসামি। তাকে এই মামলায় ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ৷ তাদের নেতৃত্বে কারা কারা স্টেজে ছিল কারা ইন্ধন জুগিয়েছে, সেগুলো আমরা খুঁজে বের করে বাকি এফআইআরভুক্ত আসামিদেরও গ্রেফতার করা হবে।
পুলিশের এই কর্মকর্তা জানান, পুলিশ হত্যা ও ২৮ অক্টোবর জ্বালাও-পোড়াও নাশকতার মামলায় যারা আসামি তাদের আইনের আওতায় আনা হবে। যারা পালিয়ে ছিলেন তারা কিন্তু রক্ষা পায়নি এবং যারা এখনো পালিয়ে আছেন আইনের মাধ্যমে তাদেরকে ধরে এনে আদালতে সোপর্দ করা হবে।
হারুন অর রশীদ আরও জানান, গত ২৮ অক্টোবরের পর অবরোধে যেসকল গাড়িতে আগুন লাগানো, পুলিশ হাসপাতালের সমস্ত গাড়িতে পোড়ানো, প্রধান বিচারপতির বাসভবনে হামলা, ঢাকা শহরের বিভিন্ন এলাকায় অবরোধের নামে পুলিশের ওপর আক্রমণ, বাসে আগুন লাগানো হয়েছে এসব ঘটনার তদন্ত হচ্ছে। এই তদন্তে, যারা জড়িত তাদের নাম তারা পেয়েছেন। তাদের শিগগিরই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে
Posted ১০:২২ | শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain