শনিবার ১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নেত্রকোনায় পিকআপে আগুন, বিএনপির ১৮৫ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২০ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

নেত্রকোনায় পিকআপে আগুন, বিএনপির ১৮৫ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

নেত্রকোনার কেন্দুয়া থানায় শনিবার রাতে হাঁস বোঝাই একটি পিকআপভ্যানে আগুন দেওয়ার ঘটনায় বিএনপির ১৮৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

রোববার (১৯ নভেম্বর) রাতে কেন্দুয়া থানার এসআই তাপস বণিক বাদী হয়ে মামলাটি করেন। মামলায় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলালকে প্রধান আসামি ও ১৪৫ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪৫ জনকে আসামি করা হয়।

পুলিশ জানায়, কেন্দুয়া-তাড়াইল সড়কে দিয়ে হাঁসবোঝাই একটি পিকআপভ্যান গগডা বাজারে যাচ্ছিল। পথে কয়েকজন দুর্বৃত্ত পিকআপটির গতিরোধ করে চালককে মারধরের পর সামনের অংশে আগুন ধরিয়ে দেয়। টের পেয়ে স্থানীয়রা আগুন নেভায়। এতে পিকআপের সামনের অংশ পুড়ে গেলেও হাঁসের কোনো ক্ষতি হয়নি। এসময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবার রাতে নেত্রকোনা-কিশোরগঞ্জ মহাসড়কের কেন্দুয়া এলাকায় অবৈধ তফসিল বাতিলের দাবিতে ও ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে মশাল জ্বালিয়ে বিক্ষোভ করা হয়। কেন্দুয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরমেয়র জেলা বিএনপি নেতা মো. দেলোয়ার হোসেন ভূঁইয়ার নির্দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেন।

এ বিষয়ে বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসনে ভুঁইয়া বলেন, আমরা কেন্দ্রঘোষিত কর্মসূচী শান্তিপূর্ণভাবে পালন করছি। যে ঘটনা প্রেক্ষিতে মামলার অভিযোগ আনা হয়েছে। এর সঙ্গে আমিসহ বিএনপির নেতাকর্মীরা জড়িত না। সরকার মনে করছে মামলা দিয়ে পতন ঠেকাতে পারবে। সরকার পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা হরতালের আগের রাতে পিকআপে আগুন দিয়ে নাশকতার চেষ্টা চালায়। এঘটনায় ১৪৫ নাম উল্লেখসহ ১৮৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box
advertisement

Posted ০৭:২৬ | সোমবার, ২০ নভেম্বর ২০২৩

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com