
নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩ | প্রিন্ট
রাজধানীর নীলক্ষেত এলাকা থেকে ককটেল সদৃশ তিনটি বস্তু উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট।
বৃহস্পতিবার সকাল ৭টা ২৫ মিনিটের দিকে নীলক্ষেত থানার পাশের নিহারিকা ভবনের সামনে থেকে এগুলো উদ্ধার করা হয়।
নিউমার্কেট থানার ওসি শফিকুল গনি সাবু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এই মুহূর্তে বোম্ব ডিসপোজাল ইউনিট বস্তুগুলো রাস্তা থেকে সরিয়ে তাদের হেফাজতে নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৭টা ৩০ মিনিটের মধ্যে মোটরসাইকেলে করে হেলমেট পরে দুই যুবক নীলক্ষেত মোড় পার হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সামনের গেটে আসে। এ সময় হঠাৎ তারা সড়কে তিনটি বস্তু ছুড়ে মারে। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করে।
পরে নিউমার্কেট থানা পুলিশ বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দিলে তারা এসে ককটেল সদৃশ বস্তুগুলো উদ্ধার করে।
Posted ০৭:০৯ | বৃহস্পতিবার, ০২ নভেম্বর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain