নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩ | প্রিন্ট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে টায়ারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল ৮ টার দিকে মহাসড়কের মাদানী নগর এলাকায় টায়ার মার্কেটের সামনে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদের সমর্থকরা টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, মহাসড়কে আগুন দেওয়ার কিছুক্ষণের ভেতর পুলিশ এসে আগুন নিভিয়ে দিয়ে পোড়া টায়ার গুলো সড়ক থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
কাচঁপুর হাইওয়ে শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরফুদ্দিন বলেন, আগুন লাগার খবর পাওয়া মাত্রই আমি সাথে সাথে ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা জানান, এত সকালে মহাসড়কে কে বা কারা আগুন দিয়েছে তা আমার জানা নেই। আমরা বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব।
Posted ০৫:৫২ | মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain