বৃহস্পতিবার ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৮ জুন ২০২৪ | প্রিন্ট

গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

গ্যাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডবাসী।

শনিবার (৮ জুন) সকাল ১০টার দিকে মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকার চট্টগ্রামমুখী লেনে এ মানববন্ধন করা হয়।

এসময় তারা প্রায় একঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে চট্টগ্রামমুখী লেনে যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়েন ওই পথের যাত্রীদের।

সানারপাড় এলাকার সৈয়দ সাইফুল ইসলাম বলেন, দীর্ঘ তিন বছর ধরে গ্যাস পাই না। ঠিকমত রান্না করতে পারি না, রাত ৩টায় গ্যাস এসে ৪টায় চলে যায়। তিতাস গ্যাস অফিসের বিভিন্ন দপ্তরে অনেক অভিযোগ দেওয়া হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। আমরা সরকারের কাছে আবেদন করছি, দ্রুত গ্যাসের ব্যবস্থাটা করে দেওয়া হোক। এটাই আমাদের দাবি।

মাদানীনগর এলাকার গৃহিণী শাহনাজ পারভীন বলেন, আশপাশের সব জায়গায় গ্যাস থাকলেও আমাদের এখানে গ্যাস থাকে না। তিতাস কর্মকর্তাদের জানানোর পর তারা শুধু বলেন দেখতাছি দেখতাছি কিন্তু কিছুই দেখে না।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ইনচার্জ এ কে এম শরফুদ্দীন বলেন, ওই এলাকায় গ্যাস না থাকায় জনগণ সড়ক অবরোধ করেছিল। পরে তাদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, জনতা সড়কে ওঠার কিছুক্ষণের মধ্যেই তাদের বুঝিয়ে সরিয়ে দিয়েছি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ০৮:৪৪ | শনিবার, ০৮ জুন ২০২৪

Swadhindesh -স্বাধীনদেশ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
Advisory Editor
Professor Abdul Quadir Saleh
Editor
Advocate Md Obaydul Kabir
যোগাযোগ

Bangladesh : Moghbazar, Ramna, Dhaka -1217

ফোন : Europe Office: 560 Coventry Road, Small Heath, Birmingham, B10 0UN,

E-mail: news@swadhindesh.com, swadhindesh24@gmail.com