
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৬ মে ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : সাইবার নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (৬ মে) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।
বিকেল ৩টায় ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল উপদেষ্টা পরিষদের বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমকে অবহিত করার কথা রয়েছে।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১০ দিন ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তবে, শনিবার ১৭ ও ২৪ মে যথারীতি অফিস খোলা থাকবে।
Posted ১০:০০ | মঙ্গলবার, ০৬ মে ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain