
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৬ মে ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও এবার টানা ছুটির সুখবর পেলেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা। কোরবানির ঈদ সামনে রেখে সরকার টানা ১০ দিনের ছুটি ঘোষণা করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ দুপুরে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায়।
তবে ছুটির এই সময়কাল ঘিরে রয়েছে কিছু বিশেষ ব্যতিক্রম। ১৭ মে (শনিবার) এবং ২৪ মে (শনিবার) অফিস খোলা থাকবে। অর্থাৎ ছুটি টানা হলেও এই দুই দিন কর্মদিবস হিসেবে ধরা হবে বলে নিশ্চিত করেছেন শফিকুল আলম।
এ ঘোষণার ফলে সরকারি কর্মচারীরা যেমন ঈদের আনন্দে দীর্ঘ সময় পরিবারের সঙ্গে কাটানোর সুযোগ পাচ্ছেন, তেমনি যাত্রাবিরতিহীন ছুটি পরিকল্পনায় দেশের বহু মানুষ স্বস্তি প্রকাশ করেছেন।
এর আগে, চলতি বছর ঈদুল ফিতর উপলক্ষে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত টানা ৯ দিনের ছুটি ভোগ করেছেন সরকারি কর্মচারীরা। ঈদের প্রধান ছুটি ছাড়াও নির্বাহী আদেশে একদিন ছুটি বাড়ানো হয়েছিল।
ঈদুল ফিতরের ঠিক আগেই ছিল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ওই দিন ছিল সরকারি ছুটি। ২৭ মার্চ অফিস খোলা থাকলেও তার পরদিন থেকেই শুরু হয় ঈদের ছুটি।
Posted ০৯:৫০ | মঙ্গলবার, ০৬ মে ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain