
রায়হান আহমেদ সম্রাট | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট
মাধবপুর প্রতিনিধি: মাধবপুর উপজেলাধীন নোয়াপাড়া ইউনিয়ন অন্তর্গত ঢাকা সিলেট রেলওয়ের নোয়াপাড়া স্টেশনের মাদক ও মোবাইল চুরি বন্ধ অভিযান পরিচালনা করেছেন মাধবপুর উপজেলা সেনাক্যাম্প। ০৫ তারিখ রাত ১১ টা হতে রাত ০১টা পর্যন্ত স্টেশন এলাকায় মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী এবং মোবাইল ফোন চোরদের অপতৎপরতা বন্ধে সেনাক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকতার নেতৃত্বে পরিচালিত হয়।
০৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতউল মোস্তফা সোহেল এর প্রচেষ্টা ও সহযোগিতায় উক্ত অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।
অভিযান পরিচালনার সময় স্টেশন এলাকায় বিভিন্ন স্থানে তল্লাসী করে গাজাসহ জালাল মিয়া (৪৫) কে আটক করা হয়। বিভিন্ন জনকে জিঙ্গাসাবাদ এবং বাড়িতে তল্লাশি চালনা করা হয়। অভিযান পরিচালনার সময়, নোয়াপাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরাও উপস্থিত ছিল।
উল্লেখ্য যে, গতকাল বুধবার নোয়াপাড়া রেলওয়ে ষ্টেশনে ষ্টেশন কাউন্টার থেকে টাকা ছিনতাই এবং জয়ন্তিকা ট্রেন থেকে মোবাইল ছিনতাই চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়ার পর নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল মোস্তফা সোহেল নোয়াপাড়া রেলওয়ে ষ্টেশন কাউন্টার পরিদর্শন করেন এবং সিলেট গামী কালনী এক্সপ্রেস ও ঢাকা গামী পারাবত এক্সপ্রেস ষ্টেশন ত্যাগ করা পর্যন্ত ষ্টেশন এলাকায় অবস্থান করে মোবাইল ছিনতাই প্রতিরোধের চেষ্টা করেন। অতঃপর রাত ১টা পর্যন্ত সেনাবাহিনীর অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
Posted ১৯:৪৫ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Samrat Ahmed