
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৬ মে ২০২৫ | প্রিন্ট
অনলাইন ডেস্ক : আরও দুটি জাতীয় ছুটি পাচ্ছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের বিজয় স্মরণে দু’দিন জাতীয় ছুটির ঘোষণা করেছেন। তবে ছুটির দিনগুলোতে দেশটির অফিস আদালতসহ সব প্রতিষ্ঠান খোলা থাকবে।
মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই দুটি ছুটির কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, বিশ্বযুদ্ধ জয়ের দু’টি দিনই আমেরিকায় জাতীয় ছুটি হিসেবে পালিত হবে। তবে, জাতীয় ছুটি হলেও ওই দুটি দিবসে সেখানে কোনও কাজ বন্ধ থাকবে না। আমেরিকার সব কাজ স্বাভাবিক নিয়মেই চলবে।
ট্রাম্প আরও লেখেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র না থাকলে, যুদ্ধটি (প্রথম বিশ্বযুদ্ধ) অন্যান্য দেশই জিতত, তা হলে পৃথিবীটি কতই না ভিন্ন হত। অতএব, আমি প্রথম বিশ্বযুদ্ধের বিজয় উদযাপনে জাতীয় ছুটি ঘোষণা করছি। ১৯১৮ সালের ১১ নভেম্বর যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের তারিখ ছিল ৮ মে, ১৯৪৫। ’
মার্কিন প্রেসিডেন্ট বলেন, তবে এই ছুটির দিন দু’টিতে কোনো কাজ বন্ধ থাকবে না। কারণ আমেরিকায় ইতোমধ্যেই অনেক ছুটি রয়েছে- বছরে আর পর্যাপ্ত দিন বাকি নেই। আমরা তখনও শ্রমিক ছিলাম, এবং এখনও শ্রমিক! ডকুমেন্টেশন অনুসরণ করতে হবে। আমেরিকাকে আবারও মহান করে তুলুন!
Posted ০৮:২৮ | মঙ্গলবার, ০৬ মে ২০২৫
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain