
| বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০ | প্রিন্ট
প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। করোনা মহামারির কেন্দ্র এখন মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে আক্রান্তদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। মৃতদের শেষকৃত্যের জায়গার সংকট দেখা দিয়েছে।
করোনা আক্রান্তদের সুস্থ করে তুলতে দিনরাত পরিশ্রম করছেন মার্কিন মুলুকের ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীরা। সেই লড়াইয়েই কাঁধ মিলিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ডাক্তার উমা মধুসূদন। আমেরিকার সাউথ উইন্ডসর হাসপাতালে কর্মরত তিনি। রয়েছেন কোভিড ওয়ার্ডের দায়িত্বে। ইতিমধ্যেই তার হাতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন অনেকেই।
অনেকেই বলেন ডাক্তাররা ঈশ্বরসম। যাদেরকে ডক্টর উমা মধুসূদন সুস্থ করে তুলেছেন এই প্রবাদ বাক্য নিঃসন্দেহে তাদের কাছে ধ্রুব সত্য। আর সেই ডাক্তার করোনা আক্রান্তদের জন্য দিনরাত এক করে পরিশ্রম করছেন, নাওয়া-খাওয়া ভুলে হাসপাতালকেই বানিয়ে নিয়েছেন নিজের ঘরবাড়ি, সেই নিরলস পরিশ্রমী চিকিৎসককে এক অভিনব উপায় কুর্নিশ জানিয়েছেন মার্কিন মুলুকের বাসিন্দারা।
সম্প্রতি টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন হর্ষ গোয়েঙ্কা। সেখানে দেখা গিয়েছে, নিজের বাড়ির সামনে লনে দাঁড়িয়ে রয়েছেন উমা। রাস্তা দিয়ে সার বেঁধে যাচ্ছে একের পর এক গাড়ি। কেউ গাড়ি থেকে উমার দিকে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন।
কেউবা লিখে এনেছে ‘থ্যাঙ্কস’ লেখা পোস্টার। ধন্যবাদ জ্ঞাপনের প্ল্যাকার্ড হাতে দেখা গিয়েছে উমার প্রতিবেশীদেরও।
সব দেখে আবেগে আপ্লুত উমা নিজেও। এই গাড়ির সারিতে ছিল পুলিশ এবং দমকলের গাড়িও। তারাও কুর্নিশ জানিয়েছেন উমাকে। বাড়ির সামনে দিয়ে যাওয়া প্রতিটি গাড়ির দিকে হাত নেড়েছেন উমা। সঙ্গে ডাক্তারের মুখে লেগেছিল এক অদ্ভুত পরিতৃপ্তির হাসি।
প্রায় ৪৫ হাজার মানুষ ইতিমধ্যেই টুইটারে দেখে ফেলেছেন এই ভিডিও। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উমার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অনেকেই।
ভিডিও দেখতে ক্লিক করুন এখানে: করোনা যোদ্ধা ডাক্তারকে সম্মান (ভিডিও)
Posted ১৩:৩৬ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain